• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিন্দুশাস্ত্র মতে মেয়ের নামকরণ করলেন রাজ-শুভশ্রী, ‘ইয়ালিনী’ নামের অর্থ কি জানেন?

Raj Subhashree Daughter Yaalini : বিকেল গড়াতেই টলিপাড়া থেকে মিলল সুখবর। দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। ফুটফুটে এক রাজকন্যার (Baby Girl) জন্ম দিয়েছেন অভিনেত্রী। ৩০শে নভেম্বর বৃহস্পতিবার থুড়ি লক্ষীবারেই লক্ষী এল রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রীর পরিবারে। অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রামে সুখবর পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা।

এদিন সকালেই নেটপাড়ায় শুভশ্রীর সাথে একটি ছবি পোস্ট করেছিলেন রাজ চক্রবর্তী। এরপর দুপুর গড়াতেই আসে দ্বিতীয়বার বাবা হওয়ার পোস্ট। যেখানে মেয়ের হওয়ার ঘোষণার পাশাপাশি নামও জানিয়েছেন সকলকে। হ্যাঁ শুভশ্রীর মেয়ের নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মেয়ের জন্য বিশেষ অর্থবহ একটি নাম ঠিক করেছেন রাজ-শুভশ্রী। কি নাম শুভশ্রী কন্যার? চলুন জেনে নেওয়া যাক।

   

Raj Chakraborty Subhashree Daughter Yaalini Name meaning : রাজ-শুভশ্রী কন্যা ইয়ালিনী নামের অর্থ

রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভান। আর তার নামের সাথেই মিল রয়েছে মেয়েরও। ইউভান হল মহাদেবেরই আরেকটি নাম। অর্থাৎ হিন্দুধর্মের সাথে সন্তানের নামকরণের যোগ ছিল। এবারেও সেই মত মেয়ের নামকরণ হল। শুভশ্রী তাঁর মেয়ের নাম রাখলেন ইয়ালিনী চক্রবর্তী (Yaalini Chakraborty)। এই নামের রয়েছে এক বিশেষ অর্থ।

আরও পড়ুনঃ নতুন বছরে আসছে একঝাঁক নতুন মেগা, রইল জি বাংলা থেকে ষ্টার জলসার ৫ সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ

ইয়ালিনী নামের অর্থ (Yaalini Name Meaning)

আসলে ‘ইয়ালিনী’ (Yaalini) নামের অর্থ কি জানেন? আসলে এটি একটি তামিল শব্দ থেকে এসেছে। এর ইয়ালিনী নামের অর্থ হল সংগীতের সুর। শুধু তাই নয় ইয়ালিনী দেবী সরস্বতীর আরেকনাম। অর্থাৎ ছেলের নাম যেমন হিন্দু দেবতার নাম তেমনি মেয়ের নামও রাখলেন হিন্দু দেবীর নামেই। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই শুভশ্রীর মেয়ের নাম ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। তবে এখানেও নামের বিশেষত্ব শেষ হয়নি। জ্যোতিষ ও সংখ্যাতত্বে এই নামের আরও একটি গুরুত্ব রয়েছে।

আসলে নামের মধ্যেই লুকিয়ে থাকে জাতক জাতিকাদের ভাগ্য। আর জোতিষ শাস্ত্র মতে জ্যেষ্ঠ নক্ষত্র ও বৃশ্চিক রাশির জাতিকাদের যদি ইয়ালিনী নাম রাখা হয় সেটা খুবই শুভ। এছাড়াও ইয়ালিনী নামের ইংরেজি প্রথম অক্ষর ‘Y’ যেটা স্বাধীন মনোভাব ও নিয়মভাঙার জন্য প্রস্তুত। অর্থাৎ আগামী দিনে উচ্চাকাঙ্খা ও সাহস ভরপুর থাকবে এই জাতিকার মধ্যে। এছাড়াও নামের মধ্যে থাকা A,L ও I এরও অর্থ রয়েছে।

আরও পড়ুনঃ ঝড় তুলল জ্যাস-পর্ণা, অনুরাগের ছোঁয়াকে চ্যালেঞ্জ দিচ্ছে গীতা LLB! প্রকাশ্যে হাতেগরম TRP তালিকা

তবে মা হওয়ার পর শুভশ্রীর সুস্থতা কামনা করেও কমেন্ট করেছেন অনেকেই। কিছু নেটিজেন লিখেছেন এবার ইউভান দাদা হয়ে গেল। একদিকে বিয়ের মরশুম অন্যদিকে শুভশ্রীর মা হওয়ার খবর। সব মিলিয়েই টলিপাড়া নিয়ে চর্চা বর্তমানে তুঙ্গে। বংট্রেন্ডের তরফ থেকেও শুভশ্রী গাঙ্গুলিকে অনেক শুভেচ্ছা।