• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১২ সন্তানের মা হবেন! রিয়্যালিটি শোয়ের মঞ্চে ভবিষ্যৎবাণী শুনে চোখ কপালে শুভশ্রীসহ নেটিজেনদের

Updated on:

Subhashree Vial Video, Subhashree Viral Video News, and Raj Chakraborty future baby plan exposed on Dance Bangla Dance

টলিপাড়ায় হামেশাই শুভশ্রীর ভাইরাল ভিডিও (Subhashree Viral Video) দেখতে পাওয়া যায়। মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) পরিবারে চলে আসবে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের মুখ দেখবে টলিপাড়ার (Tollywood) এই তারকাজুটি। প্রোমোশন হবে ছোট্ট ইউভানের। ২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম হয়েছিল ‘রাজশ্রী’র ছেলের। অভিনেত্রীর শখ, এবার তাঁর কোল আলো করে আসুক একটা মেয়ে।

মাতৃত্বকালীন এই অবস্থা চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী। কাজ এবং সংসার- দু’টোই সমানতালে সামলাচ্ছেন তিনি। প্রেগন্যান্ট অবস্থাতেই ‘ডান্স বাংলা ডান্স’র (Dance Bangla Dance) শ্যুটিং চালিয়ে গিয়েছেন নায়িকা। সেই সঙ্গেই ‘আবার প্রলয়’র প্রচার, কিছু বিজ্ঞাপনের শ্যুটও করেছেন রাজ-ঘরণী। মাঝখানে আবার কর্মসূত্রে মুম্বইও যেতে হয়েছিল তাঁকে।

Raj Chakraborty Subhashree Ganguly and Yuvaan Chakraborty, Yuvaan Chakraborty birthday / Subhashree Viral Video

পাশাপাশি রাজ এবং ইউভানের সঙ্গে দুর্গাপুজোর আনন্দেও সামিল হয়েছিলেন শুভশ্রী। মন খুলে এনজয় করেছেন ষষ্ঠী থেকে দশমী। তবে এসবের মাঝেও শুভশ্রী অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। ‘রাজশ্রী’র ঘরে এবার ছেলে আসবে নাকি মেয়ে? অবশেষে সামনে চলে এল সেই বহু প্রতীক্ষিত ভবিষ্যদ্বাণী।

আরও পড়ুনঃ প্রসেনজিতের বাহুলগ্না রচনা! দেড় দশক পর ফের আসছে এই আইকনিক জুটির ছবি? শুরু জল্পনা

শুভশ্রী গাঙ্গুলি ভাইরাল ভিডিও (Subhashree Viral Video

সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’র সেটে তিনজন বিচারকের ভবিষ্যৎ কেমন হবে তা জানান কেকে এবং সাকী। ভাইরাল ভিডিওতে শুভশ্রীকে বলা হয়, আজ থেকে প্রায় ১৫ বছর পর তাঁর খুব সুন্দর একটা বাড়ি হবে। সেখানে শুভশ্রী এবং রাজের সঙ্গে থাকবে তাঁদের মিষ্টি ৪ ছেলে এবং ৮ মেয়ে। এহেন ভবিষ্যদ্বাণী শুনে চোখ কপালে ওঠার জোগাড় হয় হবু মা শুভশ্রীর।

আরও পড়ুনঃ ভয়টাই সত্যি হল, মৃত্যুশয্যায় ‘জগদ্ধাত্রী’কে দেখে ভেঙে পড়ল কৌশিকী! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

শুভশ্রী ভাইরাল ভিডিও : Subhashree Viral Video shocked in Dance Bangla Dance

অপরদিকে পাশ থেকে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী বলে ওঠেন, ‘ওটা তো আর বাড়ি থাকবে না’! একথা শুনে উপস্থিত সকলেই হেসে ওঠেন। ‘ডান্স বাংলা ডান্স’র সেটে ভবিষ্যদ্বাণীর সম্পূর্ণ বিষয়টাই যে মজার ছলে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই বিষয়টি দেখে ‘রাজশ্রী’ ভক্তরা কিন্তু বেশ খুশিই হয়েছে।

প্রসঙ্গত, রাজ-শুভশ্রীকে অনেকে টলিপাড়ার আদর্শ জুটি হিসেবে দেখেন। সময় ভালো হোক বা খারাপ, বরাবর একে-অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন তাঁরা। সম্প্রতি যেমন অন্তঃসত্ত্বা অবস্থায় জিম করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন শুভশ্রী। তখন স্ত্রীয়ের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন রাজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥