• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রসেনজিতের বাহুলগ্না রচনা! দেড় দশক পর ফের আসছে এই আইকনিক জুটির ছবি? শুরু জল্পনা

Published on:

Rachana Banerjee shares photos with Prosenjit Chatterjee from Bumbadas Bijaya Sammilani

বাংলা সিনেমার (Tollywood) ইতিহাসের আইকনিক জুটির তালিকা তৈরি করা হলে সেখানে অবশ্যই থাকবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) নাম। একটা সময় ছিল যখন প্রসেনজিৎ-রচনা আছে শুনেই সিনেমাহল ভরিয়ে দিতেন দর্শকরা। ‘চাওয়া পাওয়া’, ‘অন্যায় অত্যাচার’, ‘একাই একশো’- তাঁরা যে একসঙ্গে কত সুপারহিট ছবি উপহার দিয়েছেন তা গুনে শেষ করা যাবে না।

তবে প্রায় এক দশকেরও বেশি হয়ে গেল প্রসেনজিৎ-রচনাকে একসঙ্গে বড়পর্দায় দেখা যায়নি। রচনার ‘দিদি নম্বর ১’এ (Didi No 1) বুম্বাদা বেশ কয়েকবার অতিথি হিসেবে হাজির হলেও, সিনেমায় জুটি বাঁধতে দেখা যায়নি তাঁদের। তবে সম্প্রতি দুই তারকার কয়েকটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে ফের প্রসেনজিৎ-রচনার জুটি নিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েছেন সিনেপ্রেমী মানুষরা।

Prosenjit Chatterjee and Rachana Banerjee

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বুম্বাদার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেন ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা। দিন কয়েক আগে প্রসেনজিতের বাড়িতে বিজয়া সম্মিলনী (Bijaya Sammilani) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ক্যামেরাবন্দি হন দু’জনে।

আরও পড়ুনঃ ভয়টাই সত্যি হল, মৃত্যুশয্যায় ‘জগদ্ধাত্রী’কে দেখে ভেঙে পড়ল কৌশিকী! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

বুম্বাদার বাড়ির সেই অনুষ্ঠানে তাঁকে জড়িয়ে ধরে ছবি তোলেন রচনা। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘সবচেয়ে ড্যাশিং, হ্যান্ডসাম এবং চার্মিং নায়ক। এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। তুমি প্রমাণ করে দিলে ৫০-এর পর থেকেই আসলে জীবন শুরু হয়। খুব ভালো থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক’।

আরও পড়ুনঃ গোলাপি বিকিনিতে পুলে, ভেজা শরীরে হবু বৌমাকেও টেক্কা দিলেন শ্রাবন্তী, হুড়মুড়িয়ে ভাইরাল ছবি

Prosenjit Chatterjee and Rachana Banerjee

তবে শুধু প্রসেনজিৎই নন, টলিপাড়ার আরও বহু তারকার সঙ্গে ছবি তুলেছেন রচনা। যীশু সেনগুপ্ত, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী থেকে শুরু করে শুভাশিস মুখোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন- সবার সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেয় যায় নায়িকাকে।

বুম্বাদার বাড়ির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সবুজ-সাদা একটি কো-অর্ড সেট পরে গিয়েছিলেন রচনা। হালকা মেক আপ, ঠোঁটে লিপস্টিক, চোখে চশমায় বেশ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। প্রসেনজিতের বাড়ির এই গেটটুগেদারে টলিপাড়ার সেলেবরা যে চুটিয়ে মজা করেছেন তা রচনার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥