• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রাইম স্লটে ‘মিস গোবর দেবী’, ‘কথা’ আসতেই বন্ধের মুখে জলসার এই জনপ্রিয় সিরিয়াল

টিআরপি কম মানেই সেই সিরিয়ালের (Bengali Serial) ওপর ঝুলছে বন্ধ হওয়ার খাঁড়া! বছরের পর বছর ধরে ধারাবাহিক চলবে- এই কনসেপ্ট এখন অতীত। রেটিং খারাপ হলে শুরু হওয়ার দু-তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় প্রচুর মেগা। আর কম টিআরপির (TRP) সঙ্গে যদি স্লটহারাও হয়ে থাকে তাহলে তো আরও খারাপ! ঠিক যে কারণে কোপ পড়ল স্টার জলসার জনপ্রিয় এক ধারাবাহিকের ওপর!

কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল ষ্টার জলসার (Star Jalsha) আসন্ন মেগা ‘কথা’র (Katha) প্রোমো। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করছেন সাহেব। আর সেই জন্যই প্রাইম টাইমে তাঁর সিরিয়াল দিল চ্যানেল কর্তৃপক্ষ।

   

Susmita Dey as Katha in Katha serial

সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘কথা’র স্লট ঘোষণা করা হয়। জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ‘মিস গোবর দেবী’র সফর। প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল। অর্থাৎ কপাল পুড়েছে ‘তুঁতে’র (Tunte)। এবার থেকে জি বাংলা টপার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে ‘কথা’কে।

আরও পড়ুনঃ ঠিক যেন রাজকন্যা, বলিউডের মত রাজকীয় স্টাইলে বাগদান সারলেন সন্দীপ্তা, রইল সমস্ত ছবির অ্যালবাম

গত কয়েক মাসে জ্যাস সান্যালের কাছ থেকে গুনে গুনে গোল খেয়েছে তুঁতে-রঙ্গনরা। বেঙ্গল টপার হওয়া তো দূর, স্লট লিডারও হতে পারেনি এই মেগা। আর সেই কারণেই তাই কপাল পুড়ল ‘তুঁতে’র। এখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়াল?

Star Jalsha announced Bengali serila Katha's time slot

উত্তরটা হল, না। ‘কথা’ এসে ৭টার স্লট ছিনিয়ে নিলেও এখনই শেষ হচ্ছে না ‘তুঁতে’র সফর। বরং এই ধারাবাহিককে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাত ১০:৩০টার স্লটে। শীঘ্রই শেষ হতে চলেছে ‘গাঁটছড়া’। সেই জায়গাই নিতে চলেছে তুঁতে-রঙ্গনরা।

আরও পড়ুনঃ সূর্যর সব স্মৃতি মুছে অর্জুনের সাথে নতুন করে শুরু দীপার! টিভির আগেই ফাঁস মাথা ঘোরানো টুইস্ট

প্রসঙ্গত, ‘অপরাজিতা অপু’র পর স্টার জলসাকে একটাও হিট দিতে পারেননি ‘কথা’ সুস্মিতা। মুখ থুবড়ে পড়েছিল ‘বৌমা একঘর’ এবং ‘পঞ্চমী’। সেই নায়িকার সিরিয়ালকেই ‘জগদ্ধাত্রী’র বিপরীতে দেওয়াটা অনেকটা লটারির টিকিট কাটার মতো! জয়লাভের কোনও নিশ্চয়তা নেই, তবে একবার জিতে গেলেই কেল্লাফতে!