• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গা জ্বালানো ভিলেনের অভিনয়! এই সিরিয়ালের হাত ধরে কামব্যাক করছেন ‘জুন আন্টি’ উষসী

Updated on:

Star Jalsha Sreemoyee fame June Aunty AKA Ushasie Chakraborty is entering this Bengali serial

স্টার জলসার (Star Jalsha) ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জুন আন্টিকে (June Aunty) কার না মনে আছে! বাংলা সিরিয়ালের জনপ্রিয়তম খলনায়িকাদের মধ্যে একজন তিনি। এই চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে কম গালমন্দ শোনেননি অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। এখনও সোশ্যাল মিডিয়া খুললে ‘জুন আন্টি’কে নিয়ে নানান মজার মিম চোখে পড়ে। এবার তিনিই ফের টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন।

‘শ্রীময়ী’ (Sreemoyee) শেষের পর ছোটপর্দা থেকে একপ্রকার গায়েব হয়ে গিয়েছিলেন উষসী। ‘জুন আন্টি’র কামব্যাক দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন তাঁর অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ খুব তাড়াতাড়ি জনপ্রিয় একটি ধারাবাহিকে (Bengali Serial) খলনায়িকা হিসেবে এন্ট্রি নিতে চলেছেন উষসী।

Sreemoyee June Aunty, Ushasie Chakraborty entering Tumpa Autowali

জানা গিয়েছে, ‘শ্রীময়ী’তে যেমন স্টাইলিশ গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছিলেন, এই সিরিয়ালেও তেমনভাবেই দেখা যাবে উষসীকে। এখন নিশ্চয়ই ভাবছেন কোন ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী? তাহলে বলে রাখি, কালার্স বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ‘টুম্পা অটোওয়ালি’তে (Tumpa Autowali) দেখা যাবে তাঁকে।

আরও পড়ুনঃ নতুনের ভিড়ে চাপে দীপা-জগদ্ধাত্রী! বেঙ্গল টপার হল কে? নতুন TRP লিস্ট না দেখলে বিশ্বাসই হবে না

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে কথাও বলেন অভিনেত্রী। ‘শ্রীময়ী’র হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন জুন আন্টি থুড়ি উষসী। কিন্তু সেই সিরিয়াল শেষ হওয়ার পর এতদিন কেন ছোটপর্দা থেকে দূরে ছিলেন? কামব্যাক করতে এতটা সময় কেন নিলেন অভিনেত্রী?

আরও পড়ুনঃ সূর্যকে পেতে জুন আন্টির কাছে মিশকা! উষসী-অহনার ছবি ভাইরাল হতেই ‘থ’ নেটপাড়া

Sreemoyee June Aunty, Ushasie Chakraborty entering Tumpa Autowali

জবাবে উষসী বলেন, ‘একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ‘শ্রীময়ী’র পর প্রচুর প্রস্তাব পেয়েছি। সব ফিরিয়ে দিই। একটু বিরতি নিতে চেয়েছিলাম। তবে এই চরিত্রটা শুনে বেশ আগ্রহী হলাম বলেই ফের কাজ শুরু করেছি’।

জানা গিয়েছে, ‘টুম্পা অটোওয়ালি’তে অস্মিতা নামের এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে উষসীকে। অশোক এবং অরিঞ্জয়ের বোন সে। পরিবারের অমতে বয়সে বড় এক ব্যক্তিকে বিয়ে করার জন্য অস্মিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বহু বছর বাপের বাড়ি থেকে দূরে থাকার পর এবার অসম্মানের বদলা নিতে ফিরছে সে। বেশ বোঝাই যাচ্ছে, উষসীর চরিত্রটা নেতিবাচক। তবে তাঁর এন্ট্রিতে ধারাবাহিক যে একেবারে জমে উঠবে তা বেশ পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥