প্রত্যেক বছর স্টার জলসার (Star Jalsha) তরফ থেকে ধুমধাম করে পরিবার অ্যাওয়ার্ডের (Star Jalsha Parivaar Award 2024) আয়োজন করা হয়। চলতি বছরও অন্যথা হল না। নাচ-গান পর্ব আগেই সম্পন্ন হয়েছিল, অবশেষে শুক্রবার হল মূল পর্বের শ্যুটিং। সেরা শ্বশুর, শাশুড়ি থেকে ছেলে, সেরা বৌমা, কোন বিভাগে কে জয়ী হলেন? ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই ফলাফল।
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪ (Star Jalsha Parivaar Award 2024)
দর্শকদের বিনোদনের রসদ জোগানোর জন্য সারা বছর অক্লান্ত পরিশ্রম করেন টেলিভিশন তারকারা। সেই কারণে প্রত্যেক বছর সম্প্রচারকারী চ্যানেলগুলির তরফ থেকে আয়োজন করার হয় বর্ণাঢ্য অ্যাওয়ার্ড শোয়ের (Award Show)। তার মাধ্যমে যোগ্য কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই অ্যাওয়ার্ড শো ঘিরে দর্শকমহলেও উত্তেজনা থাকে দেখার মতো। কে কোন বিভাগে জয়ী হল তা জানার জন্য মুখিয়ে থাকেন প্রত্যেকে।
প্রিয় শ্বশুর-প্রিয় শাশুড়ি হল কারা?
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪-এ প্রিয় শ্বশুর বিভাগে জয়ী হয়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের সাত্যকী তথা অভিনেতা অনিন্দ্য সরকার। একই সঙ্গে পুরস্কার পেয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র প্রবীর তথা দেবদূত ঘোষ। অন্যদিকে প্রিয় শাশুড়ি বিভাগে যুগ্ম বিজেতা হয়েছেন ‘তোমাদের রানী’ ধারাবাহিকের শুক্লা এবং ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের লাবণ্য তথা রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, শীঘ্রই আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড! প্রোমো দেখেই উচ্ছসিত দর্শকেরা
প্রিয় ছেলে-প্রিয় বৌমা, সেরা খলনায়িকা হলেন কারা?
প্রিয় ছেলে এবং প্রিয় বৌমা দুই বিভাগের পুরস্কারই গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ঝুলিতে। প্রিয় ছেলে হয়েছেন সূর্য তথা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং প্রিয় বৌমা হয়েছেন দীপা ওরফে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। প্রত্যাশা মতো সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন মিশকা অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। অপরদিকে দর্শকদের প্রিয় অর্জুন তথা অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) পেয়েছেন প্রিয় ট্রেন্ড সেটারের পুরস্কার।
প্রিয় নবাগত-নবাগতা সদস্যের খেতাব জিতলেন কারা?
প্রিয় নবাগত সদস্য হিসেবে চলতি বছরের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে জয়ী হয়েছেন ‘তোমাদের রানী’র দুর্জয় এবং ‘গীতা এলএলবি’র স্বস্তিক। অপরদিকে নবাগতা সদস্য বিভাগে পুরস্কৃত হয়েছেন ‘তোমাদের রানী’র রানী, ‘তুমি আশেপাশে থাকলে’র পারো এবং ‘গীতা এলএলবি’র গীতা। অপরদিকে ‘অনুরাগের ছোঁয়া’র ছোট্ট সোনা-রূপাও বাদ যায়নি। প্রিয় ছোট সদস্য বিভাগে জয়ী হয়েছেন মিশিতা রায় চৌধুরী এবং সৃষ্টি মজুমদার।
আরও পড়ুনঃ রূপা অসুস্থ জেনেও মুখ ফেরালো নিষ্ঠুর সূর্য, ছেলেকে ত্যাজ্যপুত্র করলো প্রবীর! ফাঁস তোলপাড় করা পর্ব
সেরা ভাই, সেরা জুটি, সেরা জামাই
সেরা ভাই বিভাগে জয়ী হয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র জয় তথা অভিনেতা প্রারব্ধী সিং। অপরদিকে সেরা জামাই হয়েছেন ‘তুমি আশেপাশে থাকলে’র দেব তথা রোহন ভট্টাচার্য। চলতি বছর সেরা জুটি বিভাগে এগিয়ে রয়েছেন রানী-দুর্জয়।