• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কয়েকবছর এগিয়ে গেল গল্প, ছোট্ট কমলা-মানিকের বদলে কাদের দেখা যাবে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে?

Published on:

Komola O Sreeman Prithwiraj,Sukrit Saha,Ayannya Chatterjee,Bengali Serial,Star Jalsha,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,বাংলা মেগা সিরিয়াল,সুকৃত সাহা,অয়ন্যা চ্যাটার্জী,ষ্টার জলসা

Kamala O Sreeman Prithwiraj Serial : ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Sreeman Prithwiraj)। অন্যান্য সিরিয়ালের মত কূটকচালি কিংবা পরকীয়া ছাড়া এক নিখাদ বিনোদনের গল্প এই ধারাবাহিক। যেকারণে ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় কমলা-মানিকজুটি।

গল্পে মানিকের চরিত্রে দেখা যাচ্ছে সুকৃত সাহাকে আর কমলা চরিত্রে অভিনয় করছেন অয়ন্যা চ্যাটার্জী। বর্বর ট্রকাদের টেক্কা দিয়ে বাঙালি দর্শকদের মন কেড়েনিয়েছে এই দুই শিশুশিল্পীর জুটি। কিন্তু কাহিনী ভালো হলেও টিআরপি নিম্নমুখী। বিগত কয়েক সপ্তাহে জি কূটকচালির গল্প ‘কার কাছে কই মনের কথা’ এর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে ধারাবাহিকটি।

Audience praise bengali serial Komola O Sreeman Prithwiraj

তাই টিআরপি বাড়ানোর তাগিদে বড় পরিবর্তন আসছে গল্পে। যেমনটা জানা যাচ্ছে বেশ কয়েক বছর এগিয়ে যেতে চলেছে গল্প। যেখানে ছোট্ট কমলা ও মানিক কে আর ছোট দেখা যাবে না। বদলে পরিণত বয়স্ক হয়ে উঠবে তাঁরা। অর্থাৎ নতুন তারকা জুটি দেখতে পাবেন দর্শকেরা।

আরও পড়ুনঃ ‘কালো বলে নাইজেরিয়ান বলা হতো’! শাহরুখের পরিচালক অ্যাটলির ভাইয়ের তুলনা রাঙা বউ শ্রুতির

কিন্তু কমলা ও মানিকের বড়বেলার চরিত্রে কাদের দেখা যাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো সকলের মনে। তবে জানিয়ে রাখি, গল্পের চরিত্ররা বড় হয়ে গেলেও তারকারা কিন্তু পাল্টাচ্ছে না। বরং সকলের প্রিয় সুকৃত ও অয়ন্যাকেই দেখা যাচ্ছে। যেটা অনেকটা স্বস্তি দিয়েছে সকলকেই, কারণ সকলের মতে ওদেরকেই এই জুটিতে সবচেয়ে ভালো মানায়।

আরও পড়ুনঃ মেঘ মিথ্যে বলতে বাধ্য করেছে, ময়ূরীকে বিশ্বাস করে আবার স্ত্রীকে ভুল বুঝলো নীল! রেগে আগুন দর্শকরা

Komola O Sreeman Prithwiraj

ভাবছেন কেন হটাৎ লিপ নিচ্ছে গল্প? আসলে ব্যাপারটা কিন্তু ঠিক তেমন নয়। গল্পে মানিকের বাবার জন্মদিন পালনের ট্র্যাক এসেছে। সেখানেই বড় সেজে একটি নাটক উপস্থাপনের ব্যবস্থা করেছে বাড়ির ছোটরা। আর তাতেই বড়দের ভূমিকায় দেখা যাবে দুজনকে।

Komola O Sreeman Prithwiraj New track

সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, কমলা ও মানিক দুজনেই বড়দের মত করে পোশাক পড়েছে। মানিকের হাতে রয়েছে বাবার মত লাঠিও। এদিকে কমলার হাবভাবেও ফুটে উঠছে বাড়ির কর্ত্রীর স্বভাব চরিত্র। বোঝাই যাচ্ছে সব মিলিয়ে একটা বেশ জমজমাট পর্ব উপহার পেতে চলেছেন দর্শকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥