• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘ মিথ্যে বলতে বাধ্য করেছে, ময়ূরীকে বিশ্বাস করে আবার স্ত্রীকে ভুল বুঝলো নীল! রেগে আগুন দর্শকরা

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Neel again trusts Mayuri instead of Megh

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির জনপ্রিয়তা দিন দিন দর্শকমহলে বাড়ছে। মেঘ, নীল, ময়ূরীর সম্পর্কের টানাপোড়েন দেখতে ভীষণ পছন্দ করছেন সিরিয়ালপ্রেমী মানুষরা। রোজ ধারাবাহিকের (Bengali Serial) কাহিনীতে নতুন কোনও টুইস্ট আসছে, আর তাতেই বদলে যাচ্ছে গল্পের মোড়। সম্প্রতি যেমন দেখানো হয়েছে, ধরা পড়ে যাওয়ার পরেও ফের মেঘ-নীলকে আলাদা করতে সফল হয়েছে ময়ূরী।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, অনেক কষ্ট করে ময়ূরীর (Mayuri) মুখ থেকে তার যাবতীয় কৃত কর্মের কথা ফাঁস করিয়েছিল মেঘ। নীলের (Neel) সামনে নিজের দিদি এবং রূপের মুখোশ খুলে দিয়েছিল সে। সব সত্যি জানার পর ফের মেঘকে (Megh) নিজের জীবনে ফিরিয়ে নিতে চেয়েছিল নীল। কিন্তু একটু সুস্থ হতেই ফের বোনকে ফাঁসানোর নতুন ষড়যন্ত্র করতে শুরু করে দিয়েছে ময়ূরী।

Iccheputul serial Madhumita again insults Megh audience got angry on her

ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যায়, মেঘ গানের প্রতিযোগিতা জিতে যাওয়ায় হিংসার আগুনে জ্বলে পুড়ে যায় নীল। আবার স্ত্রীকে নোংরা দোষারোপ করতে থাকে সে। নাতির অসভ্যতা দেখে রুখে দাঁড়ায় নীলের ঠাকুমা। এসবের মাঝেই গাঙ্গুলী বাড়িতে এসে হাজির হয় ময়ূরী।

তাকে দেখে গাঙ্গুলী বাড়ির সবাই রেগে যায়। প্রত্যেকে তাকে জিজ্ঞেস করে সে গিনির সঙ্গে কেন এমন করলো? ময়ূরী উত্তর দিতে গেলে নীল তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যায়। কিন্তু তখন ছেলেকে আটকায় নীলের মা মীনাক্ষী। এরপরেই শুরু হয় ময়ূরীর নোংরা খেলা।

Icche Putul, Icche Putul Mayuri and Meenakshi

সে গাঙ্গুলী বাড়ির সবাইকে বলে, নিজের প্রাণ বাঁচানোর জন্য সে মিথ্যে বলতে বাধ্য হয়েছিল। সেদিন সে ওই কথাগুলো না বললে মেঘ তাকে রক্ত দিতো না। প্রথমদিকে ময়ূরীর এসব কথা বিশ্বাস করতে চায় না নীল। কিন্তু পরে আচমকাই সে সব বিশ্বাস করে নেয়। এরপর সে ময়ূরীকে বলে, এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে ময়ূরীকে বিয়ে করবে নীল। তাহলে কি বিচ্ছেদই হবে নীল-মেঘের সম্পর্কের পরিণতি? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥