• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হুলোবাবুকে ভুলে গেল ড্রামা কুইন, সন্ধ্যার মন জয়ের প্রতিজ্ঞা করল নীল! ফাঁস সুপারধামাকা পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Sandhyatara Sandhya lost all her memory

স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটি এখন দারুণ জমজমাট হচ্ছে। একদিকে তারার সঙ্গে নীলের বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সন্ধ্যা। অন্যদিকে সন্ধ্যাকে নিজের কাছে রাখতে মরিয়া হয়ে উঠেছে নীল। তিনজনের সম্পর্কের এই টানাপোড়েনের মাঝেই প্রকাশ্যে চলে এল ধারাবাহিকের নতুন প্রোমো।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, তারা (Tara) এবং নীলের অতীতের সম্পর্কের কথা জেনে গিয়েছে সন্ধ্যা। এরপর দু’জনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। আর সেই জন্য নীলের থেকে ডিভোর্স চায় সে। তবে নীল এই ডিভোর্স চায় না। কিন্তু সন্ধ্যা আত্মঘাতী হওয়ার হুমকি দিলে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়।

Sandhyatara serial Sandhya and Akashneel

উকিলের কাছে গিয়ে নীল বলে, সে ডিভোর্সের জন্য রাজি। তার কাছে সন্ধ্যার (Sandhya) সঙ্গে থাকার চেয়ে সন্ধ্যার বেঁচে থাকাটা জরুরি। এদিকে তারার বিয়ের জন্য পাত্র দেখতে থাকে বিজয়া মাঠান। অনেক দেখাশোনার পর একজন পাত্রকে চূড়ান্ত করে সে। তবে নীল (Akashneel) ছাড়া অন্য কারোর সঙ্গে তারার বিয়ে দিতে রাজি নয় সন্ধ্যা।

আরও পড়ুনঃ উচ্ছেবাবু অতীত, দেবকে দেখলে ‘পরাণ যায় জ্বলিয়া’ সৌমিতৃষার! ‘দিদি নম্বর ১’এ বেফাঁস সৌমিতৃষা

এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ‘সন্ধ্যাতারা’র নতুন প্রোমো। ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা গিয়েছে, হাসপাতালে ভর্তি সন্ধ্যা। তার মাথায় ব্যান্ডেজ করা। স্ত্রীকে দেখতে ফুলের তোড়া নিয়ে হাসপাতালে এসে হাজির হয়েছে নীল। সঙ্গে বিজয়া মাঠানও আছেন। কিন্তু নীলকে দেখামাত্রই সন্ধ্যা বলে ওঠে, আপনি কে?

Sandhyatara serial Sandhya and Akashneel fight

একথা শুনে সন্ধ্যা বলে, আমি আপনার স্বামী। তা শুনে বেজায় চটে যায় সন্ধ্যা। নীলের দিকে তেড়েফুঁড়ে গিয়ে সে বলে, আপনার শখ তো কম নয়! এক চড়ে যদি আপনার দাঁত না ভেঙেছি তাহলে আমার নাম…’

আরও পড়ুনঃ অর্জুনকে নিয়ে নোংরা বদনাম, সূর্যকে উচিত শিক্ষা দিল দীপা! রণংদেহি মূর্তি দেখে সাবাশ বলছে দর্শকেরা

একথা বলেই থেমে যায় সন্ধ্যা। সে বলে, আমার নাম কী? তখন বোঝা যায়, অতীতের সব স্মৃতি ভুলে গিয়েছে সন্ধ্যা। পুরনো কিছুই সে মনে করতে পারে না। এরপর নীল বলে, আপনি আমায় যতই ভুলে যান না কেন ড্রামা কুইন আমি ঠিক আপনার ভালোবাসা জিতে নেব। আপনার হুলোবাবুর কাছে আপনাকে ফিরে আসতেই হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥