• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘের জীবন ছারখাড় করে নীলের বউ হওয়ার স্বপ্নে মগ্ন ময়ূরী! ফাঁস ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul) ধারাবাহিক থেকে এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারছেন না দর্শক। প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র যোগ্য প্রতিদ্বন্দী হয়ে উঠেছে এই সিরিয়ালটি। তাই এখন ঘড়ির কাঁটায় রাত সাড়ে ন’টা বাজতেই সব কাজ সেরে মেঘ (Megh) ভক্তরা বসে পড়েন ইচ্ছেপুতুল দেখতে। এখন নীলের (Neel) সাথে মেঘের সম্পর্কটা প্রায় তলানিতে এসে ঠেকেছে। খাতায় কলমে সই করে শুধু আইনি বিচ্ছেদ টুকুই বাকি আছে তাঁদের।

এতে আর কেউ খুশি হোক না হোক প্রচন্ড খুশি হবে মেঘের নিজের ময়ূরী (Mayuri)। যেহেতু রূপের পর নীল এখন গুরুজীর ছাত্র জিষ্ণুর সাথে সম্পর্ক নিয়েও মেঘকে সন্দেহ করছে তাই ময়ূরীর নীলকে বিয়ে করার  রাস্তা আরও  সহজ স্বাভাবিক হয়ে উঠেছে। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখনো যেহেতু মেঘ নীলের ডিভোর্স হয়নি তাই এখনো আইনত গাঙ্গুলী বাড়িটাই মেঘের শ্বশুরবাড়ি।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichheputul,মেঘ,Megh,নীল,Nee,ময়ূরী,Mayuri,Jishnu,জিষ্ণু,New Twist,নতুন চমক

নীলের সাথে ময়ূরীর বন্ধুত্বের সূত্রপাত 

কিন্তু ওই বাড়ির লোকজনের সাথে মেঘের সম্পর্ক তিক্ত হলেও ময়ূরী তাদের একেবারে ঘরের মেয়ে। তাই বোনের শ্বশুরবাড়িতে এখনও যাতায়াত বন্ধ করেনি ময়ূরী। এমনকি মাঝে মধ্যেই নীলের ঘরে ঢুকে গিয়ে মেঘের নামে কান ভাঙাতেও দেখা যায় তাকে। আর এখন মেঘ-জিষ্ণুর সম্পর্ক নিয়ে নীলের সন্দেহের সুযোগ নিয়ে নীলের সাথে নতুন করে বন্ধুত্ব করে তার কাছে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে ময়ূরী।

আরও পড়ুনঃ যাদবপুরের ছাত্রী থেকে জি বাংলার ফুলকি! রইল দ্বিতীয় বর্ষের ছাত্রী দিব্যানির অজানা কাহিনী

আর প্রতিবারের মতো নীলও মেঘকে বিন্দুমাত্র বিশ্বাস না করে ময়ূরীর তালে তাল মেলাচ্ছে। ইতিমধ্যেই মেঘের প্রতি এমন আচরণের জন্য ‘অযোগ্য স্বামী’ এবং ‘স্পাইনলেস’-এর মতো তকমা পেয়েছে নীল. কিন্তু মেঘের ভাগ্যটাই খারাপ। তাই তাকে শুধু নিজের দিদি কিংবা স্বামী নয় তাকে ভুল বুঝে তার সাথে খারাপ ব্যবহার করে তার নিজের মাও। তাই কারণে অকারণে খুবই বাজেভাবে মেঘকে অপমান করে তার নিজের মা। যা দেখে দর্শকরা বহুবার বলেছেন ‘এই মা কখনই নিজের মা হতে পারে না।  উনি নিশ্চই মেঘের  সৎ মা।’

আরও পড়ুনঃ জনপ্রিয় এই সিরিয়ালের জায়গা নিতে আসছে ‘তোমাদের রাণী’, বড় সিদ্ধান্ত নিল চ্যানেল 

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichheputul,মেঘ,Megh,নীল,Nee,ময়ূরী,Mayuri,Jishnu,জিষ্ণু,New Twist,নতুন চমক

বিরক্ত দর্শক: তবে এবার দর্শকরা বলছেন দিনের পর দিন নেগেটিভিটি না দেখিয়ে সিরিয়ালে পজেটিভ কিছু দেখানো উচিত। কারণ একেতো এই সিরিয়ালের টিআরপি নেই, পরবর্তীতে তাই দর্শকদের পছন্দ না হলে দিনে দিনে টিআরপির অভাবে এই সিরিয়ালটিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তবে দর্শকদের অনেকেই মনের ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন ‘মেঘের উচিত নিজেকে নির্দোষ প্রমাণ করার পর, নীলকে প্রত্যাখ্যান করে জিষ্ণুর  সাথে নতুন জীবন শুরু করা’।