• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাচ্চাদের পুলে ঝাঁপ মেরে পা ভাঙতেই ‘বুড়ি খুঁকি’র খোঁটা, রইল ‘জল থই থই ভালোবাসা’র টাটকা প্রোমো

Published on:

Star Jalsha Bengali serial Jol Thoi Thoi Valobasa second promo is out now

স্টার জলসার (Star Jalsha) হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। ‘লক্ষ্মী কাকিমা’র নতুন ধারাবাহিকের (New Bengali Mega) নাম ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Valobasa)। লীনা গাঙ্গুলীর এই মেগায় গৃহবধূ কোজাগরীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সিরিয়াল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ধারাবাহিকের দু’টি প্রোমো (Promo)

শুক্রবার স্টার জলসার তরফ থেকে ‘জল থই থই ভালোবাসা’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। প্রথম প্রোমোয় দেখা মিলেছিল, কোজাগরী এবং তার মেয়ে তোতার। নতুন প্রোমোয় কোজাগরী এবং তোতার পাশাপাশি দেখা গিয়েছে তার স্বামী এবং ছেলেকেও। ‘আলতা ফড়িং’র পর ফের এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরলেন টেলি অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)

Jol Thoi Thoi Valobasa, Jol Thoi Thoi Valobasa new promo, Jol Thoi Thoi Valobasa promo

‘জল থই থই ভালোবাসা’র নতুন প্রোমোয় দেখা গিয়েছে, বাচ্চাদের সঙ্গে সাঁতার শিখতে গিয়েছে কোজাগরী। সঙ্গে গিয়েছে মেয়ে তোতাও। কিন্তু পুলে ঝাঁপ দিতেই বাঁধে গণ্ডগোল। জলে তলিয়ে যেতে থাকে কোজাগরী। শেষমেষ লাইফ গার্ড দিয়ে উদ্ধার করা তাকে। এরপর দেখা যায়, ঘরে পা ভেঙে বসে আছে সে।

আরও পড়ুনঃ বড্ড আপন ছিল, ৬ বছরের সম্পর্কে ইতির কথা জানিয়ে চোখে জল জিতু কমলের!

Jol Thoi Thoi Valobasa, Jol Thoi Thoi Valobasa new promo, Jol Thoi Thoi Valobasa promo

আরও পড়ুনঃ স্বামী নামের কলঙ্ক! গায়ে হাত তুলতেই পরাগের স্কুলে নালিশ শিমুলের, ফাঁস ধুন্ধুমার পর্ব

মায়ের অবস্থা দেখে অফিস থেকে ফিরেই চোটপাট শুরু করে দেয় কোজাগরীর ছেলে। রাগ দেখিয়ে সে বলে, ‘মা তুমি কিনা শেষে বাচ্চাদের পুলে ঝাঁপ দিলে’। পাশ থেকে বর টিপ্পনি দিয়ে বলে, ‘বুড়ি খুকি’। একথা শুনেই রেগে যায় কোজাগরী। ভাঙা পা নিয়েই হাঁটতে হাঁটতে দরজা অবধি চলে আসে সে।

জীবনকে নতুনভাবে খুঁজতে থাকা এক মায়ের গল্প বলবে লীনা-অপরাজিতার ‘জল থই থই ভালোবাসা’। কোজাগরী একসময় স্বামী এবং দুই সন্তানের দায়িত্ব মন দিয়ে পালন করেছে। তবে এবার সংসার সামলানোর পাশাপাশি নিজেকেও নতুনভাবে খুঁজতে চায় সে। কোজাগরীর জীবনের এই নতুন খোঁজে তার পাশে সবসময় রয়েছে মেয়ে তোতা। তবে স্বামী এবং ছেলে কি সমর্থন করবে কোজাগরীকে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিক শুরু হওয়ার পর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥