• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভিক্টর-তিস্তার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল, এদিকে নতুন বিপদের সম্মুখীন অর্জুন! ফাঁস তুলকালাম পর্ব

নতুন উদ্যমে লড়াই শুরু করেছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দীপা। রূপার চিকিৎসা আর দীপান্বিতা ইনস্টিটিউট, দু’টোর দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছে সে। এসবের মাঝেই ধারাবাহিকে চলে এল নতুন মোড়। আজকের পর্বে দেখতে পাবেন, ভিক্টর-তিস্তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, অর্জুন বেশ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যে বন্ধু সবসময় তার সব লড়াইয়ে পাশে থেকেছে তার এই খারাপ দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দীপা (Deepa)। নিজের জীবনে ঝড় উঠলেও অর্জুনের (Arjun) হাত ছাড়েনি সে। এসবের মাঝে আবার ছড়িয়ে পড়লো তিস্তা-ভিক্টরের (Victor) ভিডিও।

   

Anurager Chhowa Deepa Tista and Victor

আজকের পর্বে দেখতে পাবেন, অর্জুনের ইনস্টিউটের উদ্বোধন হচ্ছে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তিস্তা (Tista), তার মা-বাবা সহ আরও অনেক সদস্যরা। সকলকে ধন্যবাদ জানায় অর্জুন এবং ইনস্টিটিউটের উদ্বোধন করে রূপা (Rupa)। এরপর ইনস্টিটিউটের সবচেয়ে বড় ইনভেস্টর মিস্টার কুমার (Mister Kumar) উপস্থিত হন সেখানে। যাকে দেখে রাগে গর্জে ওঠে দীপা।

আরও পড়ুনঃ ছেলেকে হারিয়ে পাগলপারা লাবণ্য, কিভাবে সূর্যকে খুঁজবে দীপা? চরম টুইস্ট আসছে অনুরাগের ছোঁয়ায়

মিস্টার কুমারকে দেখা মাত্রই সে বলে ওঠে, ইনি একজন অপরাধী। এতদিন জেলবন্দি ছিল। এখন জেল থেকে বেরিয়ে আবার সর্বনাশ করতে চলেছে। এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ আমি কিছুতেই এই মানুষটার ওপর ছাড়তে পারবো না। এসব কথা শুনে অবাক হয়ে যায় প্রত্যেকে। কিন্তু মিস্টার কুমার তা সত্ত্বেও মেজাজ হারাননি।

অনুরাগের ছোঁয়া তিস্তা তিস্তার মা : Anurager Chhowa Tista and her mother

দীপার কথার শেষ হতেই সবার সামনে দাঁড়িয়ে মিস্টার কুমার ক্ষমা চেয়ে নেন। মিষ্টি মিষ্টি কথায় ফের একটা সুযোগ আদায় করে নেয় সে। কিন্তু দীপা তার কথা শুনে কিছুতেই আশ্বস্ত হয় না। এসবের মাঝেই ঘটে যায় আর এক বিপত্তি। তিস্তার ফোনে তার এবং ভিক্টরের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও আসে।

আরও পড়ুনঃ কন্ট্রাক্ট শেষ, TRP তালিকাতেও হাল নড়বড়ে, শেষের পথে ‘অনুরাগের ছোঁয়া’! জোর গুঞ্জন নেটপাড়ায়

সেই ভিডিও দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ে তিস্তা। দীপা জানতে চায় সেদিন ঠিক কী ঘটেছিল। তিস্তা সম্পূর্ণ ঘটনা বলার পর ভীষণ রেগে যায় দীপা। এদিকে মেয়ের ভিডিও দেখে কান্নাকাটি করতে শুরু করে দেয় তিস্তার মা-বাবা। তিস্তার মা সাফ বলে দেয়, এই ঘটনা পুলিশের কাছ অবধি যেন না পৌঁছয়। এরপর ভিক্টর সেখানে এসে বলে, সে তিস্তাকে ভালোবেসে বিয়ে করতে চায়। এসবের সঙ্গে সে জড়িত নয়। যদিও দীপা এই বিয়েতে রাজি নয়।