• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপা অতীত, তৃতীয় নারীর প্রবেশ সূর্যের জীবনে! নতুন নায়িকার এন্ট্রি দেখেই ক্ষুদ্ধ দর্শকেরা

Published on:

new heroine Ira entered in Star Jalsha Bengali serial Anurager Chhowa for Surjya

এক নায়কের দুই নায়িকা থাকা বাংলা ধারাবাহিকে নতুন কোনও বিষয় নয়। তবে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্য এদিক থেকে ব্যতিক্রম। কারণ তাঁকে ভালোবাসার মানুষের অভাব নেই। একটা সময় ঊর্মি তার প্রেমে পাগল ছিল। যদিও তাকে পাত্তা না দিয়ে দীপাকে ভালোবেসে বিয়ে করে সূর্য। এদিকে মিশকারানী তো রয়েছেই! এসবের মাঝেই সূর্যর (Surjya) জীবনে এন্ট্রি হল নতুন নায়িকার। ডক্টর মিশকার হাত থেকে রেহাই পেতে না পেতে এবার এল ডক্টর ইরা (Ira)

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সেনগুপ্ত বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে সূর্য। ছোট্ট একটা গ্রামে নতুন করে নিজের জীবন শুরু করেছে সে। এদিকে রূপা, দীপা, লাবণ্যদের জীবন দিয়ে যে কী ঝড় বয়ে যাচ্ছে সেই বিষয়ে কোনও ধারণাই নেই তার। সবাইকে ভুলে নিজের মধ্যে একপ্রকার ভালোই আছে সে। এই পরিস্থিতিতে ডক্টর ইরার সঙ্গে দেখা হল সূর্যর।

Anurager Chhowa Surjya Ira

আজকের পর্বে দেখতে পাবেন, রূপার (Rupa) সার্জারির সময় ডক্টর স্মিথকে একটা চিঠি দিতে আসে ডক্টর ইরা। প্রথম দেখাতেই দীপাকে (Deepa) বেশ আপন করে নেয় হাসিখুশি, প্রাণখোলা স্বভাবের এই মেয়ে। মায়ের স্বপ্ন পূরণ করার জন্য ডাক্তারি পেশা বেছে নিয়েছে ইরা। একটা গ্রামে একজন বেজায় খিটখিটে ডাক্তারের অধীনে ইন্টার্নশিপ করতে যাচ্ছে সে। আর এই বেজায় খিটখিটে ডাক্তারই হল সূর্য।

আরও পড়ুনঃ ঘনিষ্ট দৃশ্যে শ্যুট করতে গিয়ে কেলেঙ্কারি! অগ্নিভর সঙ্গে রোম্যান্স করতে গিয়ে কোথায় চোট পেল কথা?

এদিকে গ্রামে যাওয়ার বাস মিস করায় বেশ দেরি হয়ে যায় ইরার। গন্তব্যে পৌঁছনোর জন্য আর কিছুই দেখতে পায় না। এমতাবস্থায় হাত দেখিয়ে একটা গাড়ি থামানোর চেষ্টা করে। সূর্য তাকে দেখে গাড়ি থামালেও পরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন দেখে কিছু খারাপ লোক ইরাকে উত্যক্ত করছে। নাম-পরিচয় না জানলেও, ইরাকে বাঁচাতে চলে আসে সূর্য। গুন্ডা গোছের সেই ছেলেগুলোর সঙ্গে একেবারে হিরোদের মতো মারপিট করে সে। এরপর ইরার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এখন থেকেই শুরু হয় সূর্য-ইরার গল্প।

Anurager Chhowa Surjya and Ira

এদিকে ইরার এন্ট্রি দেখে বেশ চিন্তায় পড়েছে ‘সুদীপা’ অনুরাগীরা। তাহলে কি সত্যি সত্যিই আর মিল হবে না সূর্য-দীপার? অর্জুন আর ইরার হাত ধরে নিজেদের জীবন সাজিয়ে নেবে তারা নাকি অর্জুন-ইরাই মিলিয়ে দেবে তাদের পথ? দেখা দিয়েছে এমন নানান প্রশ্ন।

আরও পড়ুনঃ ছেলেবেলায় ভাইফোঁটা দিয়ে, তাঁরই হাত ধরে ঘুরেছি! প্রেমজীবন নিয়ে অকপট ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার

অনেকে আবার সূর্যর একাধিক নায়িকা নিয়ে হাসাহাসিও শুরু করেছেন। প্রথমে ডক্টর হিয়া, এরপর ডক্টর মিশকা আর এখন ডক্টর ইরা। এই নিয়ে একজন লিখেছেন, ‘সূর্যর পিছনে তো ডাক্তারদের লাইন লেগেছে আছে। আর মাঝে তো দু’টো পেশেন্ট আছেই, ঊর্মি আর দীপা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥