• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার সিঁথিতে সিঁদুর দিল সূর্য, বন্ধুক নিয়ে হাজির মিশকা! টিভির আগেই ফাঁস সুপার ধামাকা পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya Deepa get married in front of Mishka

Anurager Chowa Surja marries Deepa again: এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে দর্শকদের। রোজ সিরিয়ালে এমন এমন টুইস্ট আসছে যাতে পাল্টে যাচ্ছে গোটা গল্পের মোড়। সম্প্রতি যেমন সোনা নিজের আসল পরিচয় জানতে পেরেছে। শীঘ্রই সূর্যও (Surjya) সত্যের মুখোমুখি হবে। তবে তার আগেই দর্শকদের জন্য আসতে চলেছে একেবারে দিলখুশ করা পর্ব।

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, গুন্ডাদের হাত আহত সূর্যকে খুঁজে পেয়েছে দীপা (Deepa)। সেই সঙ্গেই সে মনে মনে শপথ নিয়েছে, সে থাকতে সূর্যর কোনও ক্ষতি হতে দেবে না। এরপর সেবা শুশ্রূষা করে আস্তে আস্তে সূর্যকে সুস্থ করে তোলে দীপা। তারপর সেনগুপ্ত বাড়িতে ফোন করে গোটা পরিবারকে সূর্যর সুস্থতার খবর জানিয়ে চিন্তামুক্ত করে সে।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Deepa

অপরদিকে আবার সূর্যর খোঁজে পাগল মিশকা (Mishka) সোজা গুন্ডাদের ডেরায় গিয়ে হাজির হয়। এরপর তাদের মুখ থেকে সম্পূর্ণ ঘটনা জানার পর সোজা সূর্যর কাছে গিয়ে হাজির হয় সে। সেখানে গিয়ে মিশকা দেখে সূর্য আর দীপা একসঙ্গে মহাদেবের পুজো করছে।

এই দৃশ্য দেখে একেবারে জ্বলে পুড়ে যায় মিশকা। দীপা আবার জিতে গেল এই বিষয়টা সে কিছুতেই মেনে নিতে পারে না। এরপরেই সূর্যর সামনে দীপাকে খুন করার ফন্দি আঁটে মিশকা। তার কাছে একটা বন্দুক ছিল, সেই বন্দুক দিয়েই দীপাকে শেষ করে দেবে বলে ঠিক করে সে।

আরও পড়ুনঃ মেঘকে ছেড়ে কুটনি ময়ূরীকে বিয়ে করবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র মোড়ঘোরানো পর্ব

Anurager Chhowa, Anurager Chhowa Surjya Deepa and Mishka

ঝোপের আড়ালে দাঁড়িয়ে মিশকা যখন দীপার দিকে বন্দুক তাক করছিল, সেই সময় গ্রামবাসীদের কথায় দীপার সিঁথিতে সিঁদুর পড়িয়ে দেয় সূর্য। অপরদিকে গ্রামের কিছু বাচ্চাদের ধাক্কায় মিশকার হাতে বন্দুক ঝোপের মধ্যে পড়ে যায়।

আরও পড়ুনঃ ভাঙা পা নিয়েই শুটিং, তাতেই দুর্দান্ত TRP! কেমন আছেন ‘নিম ফুলের মধু’র ‘বাবুউউ’ সৃজন?

ষড়যন্ত্রকারী মিশকার সামনেই সূর্য আবার দীপাকে বিয়ে করেছে দেখে বেজায় খুশি হয়েছেন দর্শকরা। সেই সঙ্গেই মিশকার দীপাকে খুন করার প্ল্যানও ব্যর্থ হয়েছে দেখে দিলখুশ হয়ে গিয়েছে তাদের। তবে মিশকাও থেমে থাকার পাত্রী নয়। সূর্য-দীপাকে আলাদা করতে সে এবার নতুন কোন ফন্দি আঁটে এবার সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥