• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দাদাগিরি এখন তেল মারা গিরি’! সৌরভের শো-তে তারকাদের আনাগোনা দেখে ট্রোলিং শুরু নেটপাড়ায়

Published on:

Dadagiri 10 Sourav Ganguly hosted show gets trolled for this reason

বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি নন-ফিকশন শো হল ‘দাদাগিরি’ (Dadagiri)। শুরু থেকেই ছক্কা হাঁকিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো। বর্তমানে চলছে ‘দাদাগিরি’ সিজন ১০ (Dadagiri 10)। তবে এই সিজনে তারকাদের আধিক্য যেন বেশি। শুরু থেকেই এই অভিযোগ তুলেছেন দর্শকদের একাংশ।

জি বাংলার (Zee Bangla) নানান ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ছবির তারকা হয়ে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের মুখ, ‘দাদাগিরি’র দশম সিজনে খেলতে দেখা গিয়েছে অনেককে। যে কারণে নাকি সাধারণ মানুষের অংশগ্রহণ আগের চেয়ে অনেকটা কমে গিয়েছে। সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘দাদাগিরি’র আসন্ন পর্বের প্রোমো শেয়ার করা হয়। যা দেখে ফের শুরু হয়েছে কটাক্ষ (Trolling)

Dadagiri 10 Valentine's special episode

প্রেমের সপ্তাহে একদিকে যেমন কচিকাঁচাদের দাদাগিরি দেখতে পাবেন দর্শকরা। তেমনই থাকবে দম্পতি স্পেশ্যাল এপিসোড। এই পর্বে খেলতে দেখা যাবে গায়িকা সুস্মিতা দে এবং অঙ্কিত শেঠকে। সমাজমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ তাঁরা। এছাড়া বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য-তৃণা সাহার ঘনিষ্ঠ বন্ধু। গত বছর নভেম্বর মাসে গাঁটছড়া বেঁধেছেন সুস্মিতা-অঙ্কিত।

আরও পড়ুনঃ আবার ছিটকে গেল দীপা! জগদ্ধাত্রী না গীতা কে হল বাংলার সেরা? দেখুন চোখ ধাঁধানো TRP তালিকা

সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) সামনে হাঁটু মুড়ে সুস্মিতাকে উপহার অঙ্কিত। অন্যদিকে স্বামীর হাতে গোলাপের তোড়া তুলে দেন সুস্মিতা। হাসিমুখে নবদম্পতিকে দেখতে থাকেন সঞ্চালক। লাল বেলুনে সাজানো মঞ্চে দাঁড়িয়ে সুস্মিতার স্বীকারোক্তি ‘আমি খুব ফিল্মি’। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই দুই তারকা বাদে প্রেম দিবস স্পেশ্যাল পর্বে দেখা যাবে, শিক্ষিকা পাপড়ি চট্টোপাধ্যায় এবং তাঁর স্বামীকে।

Dadagiri 10 Valentine's special episode

পাপড়িদেবীর স্বামীর কথায়, তাঁর স্ত্রী হাওড়ার নায়িকা ছিলেন। এরপর সরস্বতী পুজোর দিনের এক ঘটনা দাদার সঙ্গে শেয়ার করেন তাঁরা। পাপড়িদেবী বলেন, ‘একবার সরস্বতী পুজোয় ছেলেদের একটা দল আমার পিছনে পড়েছিল। ও তখন পুরো সানি দেওলের মতো আমায় বাঁচিয়েছিল’। কথা সম্পূর্ণ হতেই সৌরভ বলে ওঠেন, ‘এরপর থেকেই দিদির কাছে হিরো’।

আরও পড়ুনঃ দীপা অতীত, তৃতীয় নারীর প্রবেশ সূর্যের জীবনে! নতুন নায়িকার এন্ট্রি দেখেই ক্ষুদ্ধ দর্শকেরা

‘দাদাগিরি’র আসন্ন পর্বের এই প্রোমো প্রকাশ্যে আসতেই একজন লেখেন, ‘অসহ্য! দাদাগিরি এখন পুরো তেলমারানোগিরি হয়ে গিয়েছে’। দ্বিতীয়জনের আবার মত, ‘এখন তো তারকাদেরই ছড়াছড়ি। সাধারণ মানুষকে তো দেখাই যায় না’। নেটিজেনদের একাংশ ক্ষোভ উগড়ে দিলেও, ‘দাদাগিরি’র ভক্তরা কিন্তু পছন্দের শোয়ের পাশেই দাঁড়িয়েছেন। যতই ট্রোলিং হোক না কেন, দিনের শেষে যে টিআরপিই শেষ কথা তা মনে করিয়ে দিয়েছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥