• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেলিব্রেটি হয়েও নেই অহংকার! রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন শ্রাবন্তী, জিভে জল ভক্তদের

বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। নিজের অভিনয় জীবনের তুলনায় বরাবরই অনেক বেশি চর্চায় থাকে এই অভিনেত্রীর  ব্যক্তিগত জীবন। শ্রাবন্তী কখন কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কি পরছেন, কি খাচ্ছেন সব দিকেই যেন তাক করে থাকে কয়েক জোড়া ফটো শিকারীদের চোখ। সেদিক দিয়ে দেখতে গেলেতারকা হওয়া মানেই তাঁদের জীবন সারাক্ষণ থাকে আতস কাঁচের তলায়।

তাই বরাবরই তারকাদের জীবন নিয়ে বিশেষ করে ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অনুরাগীদের কৌতূহলটা একটু বেশিই থাকে। এছাড়াও সেলিব্রিটি হওয়ার জ্বালা অনেক! একবার তারকা হওয়ার পর তারা কখনই আর ফিরতে পারেন না সাধারণ জীবন যাপনে।  তাই ছোটবেলার মতো পুজো প্যান্ডেলে ঘুরে বেড়ানো হোক কিংবা কলকাতার ফুটপাতে দাঁড়িয়ে স্ট্রিট শপিং কিংবা স্ট্রিট ফুড খাওয়া সবটাই যেন ধরাছোঁয়ার বাইরে থাকে তারকাদের।

   

Srabanti Chatterjee having Phuchka on street video goes viral

কিন্তু এবার সেলিব্রিটি হয়েও সেই আর পাঁচজন সাধারণ মানুষের মতোই রাস্তায় দাঁড়িয়ে চুটিয়ে ফুচকা খেতে দেখা গেল টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। বাংলা সিনেমার প্রথম সারির একজন অভিনেত্রী তিনি। তবুও অহংকারের লেশ মাত্র নেই তাঁর মধ্যে। একথাই আরও একবার প্রমাণ হয়ে গেল এদিন। তাই রাস্তায় দাঁড়িয়েই আর পাঁচজন সাধারণ মানুষের মতোই এদিন ফুচকা খেতে দেখা গেল শ্রাবন্তীকে।

আরও পড়ুন: ‘পিলু’ শেষ হওয়ার পর আবার একসাথে মেঘা-ইধিকা! বহুদিন পর আবার একসাথে পর্দার দুই বোন

সামনেই পূজো আসছে তাছাড়া বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন সিনেমা ‘দেবী চৌধুরানী’র কাজ নিয়ে। এইসবের মাঝেই ডায়েট ভুলে অভিনেত্রী রাস্তায় দাঁড়িয়েই গপাগপ মুখে পুড়ে দিলেন ঝাল ঝাল ফুচকা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শ্রাবন্তীর এই ফুচকা খাবার ভিডিও। ভিডিওটি শেয়ার করে নিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘ওয়ান ফুচকা আ থাউস্যান্ড সেনসেশনস’। যার বাংলা অর্থ করলে দাঁড়ায় একটা ফুচকাই হাজারটা অনুভূতির সমান।

আরও পড়ুন: বউ ছাড়া গতি নেই! জনপ্রিয় এই বাংলা সিরিয়ালের নায়করা বিপদে পড়লে ভরসা একমাত্র নায়িকারাই

বউ ছাড়া গতি নেই! জনপ্রিয় এই বাংলা সিরিয়ালের নায়করা বিপদে পড়লে ভরসা একমাত্র নায়িকারাই
View this post on Instagram

 

A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)

প্রিয় অভিনেত্রীর এই ফুচকা খাওয়ার ভিডিও দেখে একজন অনুরাগীর ফুচকাওয়ালাকে দেখে মনে মনে, বোধ হয় হিংসা হচ্ছিল। তাই তিনি লিখেছেন ”ফুচকাওয়ালাটা কত লাকি।’ আবার লঙ্কাযা ঠাসা আলু মাখা দেখে এক নেটিজেন লিখেছেন, ‘আলুটা তো শুধু লঙ্কা দিয়ে মাখা। পুরো সবুজ। লোভ লাগছে দেখে’।