• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বউ ছাড়া গতি নেই! জনপ্রিয় এই বাংলা সিরিয়ালের নায়করা বিপদে পড়লে ভরসা একমাত্র নায়িকারাই

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়িকা,Heroine,নায়ক,Hero,জগদ্ধাত্রী,Jagadhatri,ফুলকি,Phulki,পর্ণা,Parna,কমলা,Komola,মুকুট,Mukut,গসিপ,Gossip

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। এখনকারদিনে টিভি খুললেই চ্যানেলে চ্যানেলে বাংলা সিরিয়ালের মেলা। তবে এখনকার বেশিরভাগ সিরিয়ালই নারীকেন্দ্রিক হয়ে থাকে। তাই সিরিয়ালের নায়িকারাই এই সিরিয়াল গুলিতে বেশি গুরুত্ব পেয়ে থাকেন। তাই বাড়ির বিপদে-আপদে সবকিছুতেই নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়েন বাড়ির বউরা।

তা সে জগদ্ধাত্রী সিরিয়ালের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার জগদ্ধাত্রী হোক কিংবা মুকুটের আন্ডার কভার এজেন্ট মুকুট। পিছিয়ে নেই ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের দত্ত বাড়ির বৌমা পর্ণা কিংবা ‘ফুলকি’ সিরিয়ালের নায়িকা ফুলকি। পিছিয়ে নেই ‘কমলা ও শ্রীমাণ পৃথ্বীরাজ’ সিরিয়ালের নায়িকা কমলাও। ঘরে হোক কিংবা বাইরে বাংলা এই সিরিয়ালের নায়িকারা কিন্তু নায়কদের তুলনায় বরাবরই একটু বেশিই এগিয়ে।

জগদ্ধাত্রী (Jagadhatri): জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের নায়ক-নায়িকা জগদ্ধাত্রী-স্বয়ম্ভু। এমনিতে টিভির পর্দায় তাঁদের জুটি সুপারহিট। কিন্তু এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন ধারাবাহিকে জগদ্ধাত্রী স্বয়ম্ভু দুজনেই একই পেশার সাথে যুক্ত থাকলেও স্বয়ম্ভুর থেকে কিন্তু অনেক বেশি দৌড় ঝাঁপ করে জগদ্ধাত্রী। এমনকি স্বয়ম্ভুও যখনই বিপদে পড়ে তখনই সিংহবাহিনীর মতোই ঝাঁপিয়ে পড়তে দেখা যায় জগদ্ধাত্রীকে।

আরও পড়ুন: বাংলা সিনেমার মন্দাকিনী নাকি শ্রীলেখা! পাহাড়ি ঝরনার নীচে ভিজে গায়ে জলকেলিতে ব্যস্ত নায়িকা

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়িকা,Heroine,নায়ক,Hero,জগদ্ধাত্রী,Jagadhatri,ফুলকি,Phulki,পর্ণা,Parna,কমলা,Komola,মুকুট,Mukut,গসিপ,Gossip

ফুলকি (Phulki): ‘ফুলকি’ সিরিয়ালের নায়িকা ফুলকিও তাঁর রোহিত স্যার আর তার পরিবারের ভালোর জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত থাকে। তা সে রোহিতের চরিত্রের বদনাম করতে আসা বাইরের মেয়েকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া হোক কিংবা আগুনের হাত থেকে রোহিত স্যারকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেওয়া হোক সবেতেই এক্সপার্ট ফুলকি দাস।

Phulki, Phulki serial, Phulki serial promo

পর্ণা (Parna): ‘নীম ফুলের মধু’ সিরিয়ালের নায়িকা পর্ণার কথা আলাদা করে আর কি বলবো! সিরিয়ালে দত্ত বাড়ির বৌমা পর্ণা পেশায় একজন সাংবাদিক। তাই শুরু থেকেই একের পর এক অপরাধীদের শাস্তি দিয়ে চলেছে সে। সেইসাথে গোটা পরিবার আর স্বামী সৃজনকে আগলে রেখেই দারুন দক্ষতার সাথে পর্ণা সামলাচ্ছে শাড়ির কথার ব্যবসার কাজও। তাই ঘরে বাইরে দুদিক কিভাবে ব্যালেন্স করতে হয় তা শিখতে হয় পর্ণার কাছেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়িকা,Heroine,নায়ক,Hero,জগদ্ধাত্রী,Jagadhatri,ফুলকি,Phulki,পর্ণা,Parna,কমলা,Komola,মুকুট,Mukut,গসিপ,Gossip

কমলা (Komola): গল্প আগেকার দিনের হলেও ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের মুখুজ্জ্যে বাড়িতেও কিন্তু সেই একই দৃশ্য। ঘরে বাইরে বিপদে আপদে কমলা ছাড়া গতি নেই কারও। পরাধীন ভারতে বেড়ে ওঠা কমলার ক্ষুরধার বুদ্ধিই তাঁর প্রধান অস্ত্র। তাছাড়া সে অনেক বড় মনের মানুষও  বটে। তাই পরিবারের বিপদের দিনে আগু-পিছু না ভেবেই নিজের সমস্ত গয়না শাউড়ি মায়ের হাতে বন্দক রাখার জন্য তুলে দিয়েছে সে।

আরও পড়ুন: ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি!’, বিয়ে না করার আক্ষেপ সাবিত্রী চট্টোপাধ্যায়ের গলায়

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়িকা,Heroine,নায়ক,Hero,জগদ্ধাত্রী,Jagadhatri,ফুলকি,Phulki,পর্ণা,Parna,কমলা,Komola,মুকুট,Mukut,গসিপ,Gossip

মুকুট (Mukut): ‘মুকুট’ সিরিয়ালের নায়িকা মুকুট দেখতে খুব সাধারণ হলেও সে পেশায় একজন আন্ডার কভার এজেন্ট। তাই পেশার খাতিরেই বহুদিন রায়চৌধুরী বাড়িতে রায়ানের নকল বউ সেজে রয়েছে সে। তবে বিয়েটা নকল হলেও মুকুট এতদিন সারাক্ষণ কড়া শাসনে রেখেছে রায়ানকে। সিরিয়ালে পাচারকারীদের কাছে যম আর অসহায় মেয়েদের কাছে দেবী মুকুট।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়িকা,Heroine,নায়ক,Hero,জগদ্ধাত্রী,Jagadhatri,ফুলকি,Phulki,পর্ণা,Parna,কমলা,Komola,মুকুট,Mukut,গসিপ,Gossip

নিজের পরিবারের কারও গায়েও এতটুকু আঁচ পড়তে দেয় না সে। তাই এই সিরিয়ালের নায়ক রায়ানও মুকুট ছাড়া একেবারে অসম্পূর্ন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥