• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসার কাছে তুচ্ছ হাজারো কটাক্ষ! অবশেষে পরিচালকের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন সাই পল্লবী

Updated on:

Sai Pallavi opened up about Viral Marriage Photos

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের (South Indian Actress) মধ্যে একজন হলেন সাই পল্লবী (Sai Pallavi)। তাঁকে নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতেই থাকে। কখনও নিজের কর্মজীবনের কারণে, কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সম্প্রতি যেমন অভিনেত্রীর বিয়ে নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

মাসখানেক আগে অবধি সাই পল্লবীর অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে চর্চা চলছিল। গুঞ্জন শোনা গিয়েছিল, সাফল্যের শীর্ষে থাকতেই পাকাপাকিভাবে শোবিজের দুনিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন আবার তাঁর বিয়ের (Marriage) ছবি ভাইরাল হওয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাত্রও আবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ।

Sai Pallavi and Rajkumar Periasamy, Sai Pallavi and Rajkumar Periasamy marriage

দিন কয়েক আগে সাই পল্লবীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে পরিচালক রাজকুমার পেরিয়াস্বামীর (Rajkumar Periasamy) পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। তবে নেটিজেনদের নজর কেড়ছে দু’জনের সাজ পোশাক। দুই তারকার ম্যাচিং ড্রেস, গলায় মালা এবং কপালে টিপ দেখে অনেকেই অনুমান করতে শুরু করে দেন, রাজকুমার এবং সাই পল্লবী সাত পাকে বাঁধা পড়েছেন।

আরও পড়ুনঃ ৪ সন্তান থেকেও নিঃস্ব, সুপারস্টার বিনোদ খান্নার শেষ বয়সের মর্মান্তিক কাহিনী চোখে জল আনার মত

Sai Pallavi and Rajkumar Periasamy, Sai Pallavi and Rajkumar Periasamy marriage, Sai Pallavi marriage photo

আরও পড়ুনঃ ৮০টা ঘর, ১৭০টি লাক্সারি গাড়ি! পরিণীতি-রাঘবের এলাহী বিয়ের এক রাতের খরচ শুনলে মাথা ঘুরে যাবে

সত্যিকারের ভালোবাসার কাছে গায়ের রঙ ফিকে- এই ধরণের ক্যাপশন দিয়ে হু হু করে ভাইরাল হতে থাকে দুই দক্ষিণী তারকার ছবি। এবার সাই পল্লবী নিজে এই বিষয়ে মুখ খুললেন। অভিনেত্রী বলেন, ‘এমন গুঞ্জন রটলে আমার কিছু যায় আসে না। আমার পাশে আমার পরিবার, বন্ধু বান্ধবরা রয়েছে। একটা পুজোর ছবিকে এডিট করে ছড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজ আর কিছু হতে পারে না। এটা জঘন্য রুচির পরিচয় ছাড়া আর কিছুই নয়’।


আসলে রাজকুমার এবং সাই পল্লবীর এই ছবিটি ‘এসকে ২১’ ছবির পুজোর সময় তোলা হয়েছিল। এই বছর এই ছবিটি পোস্ট করেই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান পরিচালক। এরপর থেকেই নেটপাড়ায় ছড়িয়ে পড়তে শুরু করে দু’জনের বিয়ের গুঞ্জন। এই মুহূর্তে রাজকুমারের পরিচালনায় একটি সিনেমাও করছেন সাই পল্লবী। সেখান থেকেই জল্পনা আরও তীব্র হয়। তবে অভিনেত্রী যে এমন ভুয়ো জল্পনা রটায় বেশ বিরক্ত তা তাঁর মন্তব্য থেকেই পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥