• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮০টা ঘর, ১৭০টি লাক্সারি গাড়ি! পরিণীতি-রাঘবের এলাহী বিয়ের এক রাতের খরচ শুনলে মাথা ঘুরে যাবে

Updated on:

Parineeti Chopra and Raghav Chadha booked 8 suits 80 rooms and 170 cars for marriage in Udaipur

অবশেষে পরিণতি পেতে চলেছে দীর্ঘদিনের প্রেম। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা শেষেই রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। রবিবার রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেস হোটেলে বসবে এই রাজকীয় বিয়ের (Marriage) আসর। ইতিমধ্যেই বর পক্ষ এবং কনে পক্ষের লোকেরা সেখানে পৌঁছে গিয়েছে।

গত ১৭ তারিখ থেকে ‘রাগনীতি’র প্রাক বিবাহ নানান আচার অনুষ্ঠান শুরু হয়েছে। ২১ তারিফ সুফি নাইট সেরে ২২ তারিফ উদয়পুর (Udaipur) এসে পৌঁছয় দুই পরিবারের সদস্যরা। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, আজ পরিণীতির চূড়া সেরিমনি আয়োজিত হবে। যে স্যুইটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানের এক রাতের ভাড়াই নাকি প্রায় ১০ লাখ টাকা!

Raghav Chadha Parineeti Chopra Engagement, Raghav Chadha Parineeti Chopra, Parineeti Chopra and Raghav Chadha marriage

আগেই জানা গিয়েছিল, ‘রাগনীতি’র বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক ভিভিআইপি গেস্ট। সেই অতিথিদের জন্য লীলা প্যালেসে ৮টি স্যুইট এবং ৮০টা ঘর বুক করেছে চাড্ডা এবং চোপড়া পরিবার। সেই সঙ্গেই জোরদার নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। ঘর ছাড়া অতিথিদের যাতায়াতের জন্যেও ৫০টি বিলাসবহুল গাড়ি এবং ১২০টি লাক্সারি ট্যাক্সির ব্যবস্থা করেছে বর এবং কনে পক্ষ।

আরও পড়ুনঃ দীপিকা নয় প্রথম পছন্দ ছিল অন্যকেউ, ‘জাওয়ান’ রিজেক্ট করে আজ আফসোস করেন এই অভিনেত্রী!

এছাড়া রাঘব-পরিণীতির বিয়েতে খাওয়াদাওয়ারও এলাহি আয়োজন থাকবে বলে খবর। নানা ধরণের ইটালিয়ান খাবার থাকবে মেন্যুতে। আগামীকাল লেক পিচলা হ্রদের ধারে বসবে তারকাজুটির বিবাহ বাসর। শিখ রীতিতে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মতো ভিভিআইপিরা।

আরও পড়ুনঃ রাজু রাস্তোগিকে মনে আছে? ‘৩ ইডিয়টস’ সুপারহিট হলেও বলিউড থেকে দূরে এভাবে দিন কাটাচ্ছেন অভিনেতা

Parineeti Chopra and Raghav Chadha, Parineeti Chopra and Raghav Chadha in Mahakaleshwar Temple, Parineeti Chopra and Raghav Chadha marriage

তবে শোনা যাচ্ছে, বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর পরিবারের সদস্যরা। আগেই জানা গিয়েছিল, প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস কাজের জন্য শ্যালিকার বিয়েতে আসতে পারবেন না। কিন্তু এখন গুঞ্জন শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা এবং তাঁর একরত্তি মেয়ে মালতী মেরিও বিয়ের অনুষ্ঠান মিস করবেন। তবে সশরীরে হাজির থাকতে না পারলেও প্রিয় বোনের বিয়েতে প্রিয়াঙ্কা শুভেচ্ছাবার্তা যে পাঠাবে তা একপ্রকার নিশ্চিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥