• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে কাছে নেই মেয়ে, সানাকে মিস করে বিশেষ বার্তা দিলেন ‘বাবা’ সৌরভ গাঙ্গুলী

৩ নভেম্বর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) একমাত্র মেয়ে সানার (Sana Ganguly) জন্মদিন। একুশের গণ্ডি পেরিয়ে শুক্রবার ২২ বছরে পা দিল সৌরভ-কন্যা। যদিও এই বছরের জন্মদিন (Birthday) একাই কাটছে তাঁর। পড়াশোনা এবং কাজের জন্য এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সানা। অপরদিকে ভারতে বিশ্বকাপের কাজ নিয়ে ব্যস্ত সৌরভ।

তবে একসঙ্গে জন্মদিন পালন না করতে পারলেও মেয়ের জন্মদিনে (Sana Ganguly Birthday) শুভেচ্ছাবার্তা পাঠাতে কিন্তু ভুললেন না ‘দাদা’। বৃহস্পতিবার মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় সানার সঙ্গে নিজের একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেন সৌরভ। ক্যাপশনে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর উদ্দেশে বিশেষ বার্তাও দেন ‘মহারাজ’।

   

Sourav Ganguly says his daughter Sana Ganguly works in an artificial intelligence company

এই বছরটা একসঙ্গে সানার জন্মদিন উদযাপন করতে পারলো না গাঙ্গুলী পরিবার। স্বাভাবিকভাবেই এই বিশেষ মেয়ের কথা বেশ মনে পড়ছে সৌরভের। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাই ছবি শেয়ার করে নিজের মনের কথা লিখলেন তিনি।

আরও পড়ুনঃ দর্শকদের ভালোবাসায় ৫০০ পর্ব পার! ভাইরাল শুটিং ফ্লোরে ‘অনুরাগের ছোঁয়া’ টিমের সেলিব্রেশনের ভিডিও

ইনস্টাগ্রামে সানার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে সৌরভ ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় বান্ধবী। তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দিনটা খুব ভালো করে উপভোগ করো’। নিমেষের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় সৌরভের এই পোস্ট।

আরও পড়ুনঃ সত্যিই অমানুষ! দশমীতে শিমুলকে প্রাণে মারার ছক কষছে পরাগ, ফাঁস হাইভোল্টেজ পর্বের ভিডিও

Sourav Ganguly wishes daughter Sana Ganguly on her birthday

‘দাদাগিরি’ সঞ্চালকের শেয়ার করা পোস্টে কোথাও দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে আছে বাবা-মেয়ে। কোথাও আবার স্টেডিয়ামের ভেতর দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে দু’জনকে। সানার সমাবর্তন অনুষ্ঠানের দিন তোলা একটি ছবিও শেয়ার করেছেন ‘দাদা’।

প্রসঙ্গত, ২০০১ সালের ৩ নভেম্বর সৌরভ এবং স্ত্রী ডোনার ঘর আলো করে জন্ম হয় কন্যা সানার। এরপর থেকে মেয়েকে ঘিরেই আবর্তিত হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস গাঙ্গুলীর জীবন। বাবার মতো নয়, বরং মেয়ের সঙ্গে বন্ধুর মতো মেশেন প্রাক্তন ভারত অধিনায়ক। সানার জন্মদিনেও তাই তাঁকে ‘বেস্টি’ বলে উল্লেখ করেছেন ‘মহারাজ’।

 

View this post on Instagram

 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)


এই মুহূর্তে লন্ডনে পড়াশোনা এবং চাকরি করছেন সৌরভের মেয়ে। কলকাতায় দ্বাদশ শ্রেণি অবধি পড়াশোনা করার পর উচ্চশিক্ষার জন্য লন্ডন পাড়ি দেন সানা। UCL বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি অর্থনীতিতে স্নাতক হয়েছেন তিনি। এখন সেখানেই চাকরি করছেন সৌরভ-কন্যা।