• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবের নায়িকা হতেই বেড়েছে অহংকার! ‘ছোটপর্দায় আমার মতো…’, সৌমিতৃষাকে ধুয়ে দিল নেটিজেনরা

Updated on:

Soumitrisha Kundu interview ahead of Pradhan release

‘মিঠাই’ থেকে সোজা দেবের নায়িকা, ছোটপর্দা কাঁপানোর পর শীঘ্রই বড়পর্দায় পা রাখতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে ‘প্রধান’ (Pradhan)। ‘মিঠাইরানী’র খোলস ছেড়ে এই ছবিতে ‘রুমি’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সুপারস্টার দেবের (Dev) স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

ছোটপর্দা কাঁপিয়ে টলিউডে (Tollywood) পা রেখেছেন এমন প্রচুর অভিনেত্রী আছেন এই বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, মানালি দে, শ্বেতা ভট্টাচার্যদের নাম। সেই তালিকারই নবতম সংযোজন হলেন সৌমিতৃষা। যদিও নেটিজেনদের একাংশের দাবি, টলিউডে পা রাখার আগেই অহংকার বেড়ে গিয়েছে তাঁর।

Pradhan movie Dev and Soumitrisha Kundu

সম্প্রতি যেমন একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় যেমন সৌমিতৃষা বলেন, ‘ছোটপর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ আছে’। অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। অনেকেই তাঁর নামের পাশে জুড়ে দিয়েছেন ‘অহংকারী’ তকমা।

আরও পড়ুনঃ হাতছাড়া চতুর্থ প্রেমিকও! শ্রাবন্তীকে ভুলে নতুন প্রেমিকায় মজলেন অভিরূপ, দেখুন ছবি

সৌমিতৃষাকে জিজ্ঞেস করা হয়, ছোটপর্দায় আপনি যে সাফল্য পেয়েছেন, বড়পর্দার নায়িকা হিসেবে যদি তেমনটা না পান? উত্তরে অভিনেত্রী বলেন, ‘ছোটপর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ আছে। ‘প্রধান’র শ্যুটিংয়ের সময় একদিন ভারতলক্ষ্মী স্টুডিওয় যাই। সেখানে ‘মিঠাই’এর সেট পড়েছিল। দারোয়ান জানালেন, আমার সঙ্গে দেখা করতে প্রত্যেকদিন কম করে ৫০-৬০ জন অপেক্ষা করতেন’।

Soumitrisha Kundu interview ahead of Pradhan release

সৌমিতৃষার সংযোজন, ‘উপহার হিসেবে বাংলাদেশ থেকে সোনার হার পেয়েছি। আমার জন্মদিনে নদিয়ার বড়মার কাছে পুজো দেওয়া হয়। অসুস্থ হয়ে কেউ নামাজ পড়েছেন, কেউ মন্দিরের সামনে আমার ছবি নিয়ে গিয়ে পুজো দিয়েছেন… এই খ্যাতি আর কখনও পাবো কিনা জানি না। তবে ‘মিঠাই’র যাবতীয় স্টারডম ছেড়েই আমি ‘প্রধান’র রুমি হয়েছি। আগের খ্যাতি, যশ নিয়ে এগোলে আমার মধ্যে অহং চলে আসবে। আমি যে কোনও নতুন কাজ শুরু করি একেবারে শূন্য থেকে’।

আরও পড়ুনঃ জল্পনার অবসান, সত্যিই শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! টিভির আগেই ফাঁস অন্তিম পর্বের টুইস্ট

সৌমিতৃষাকে এরপর জিজ্ঞেস করা হয়, ‘প্রজাপতি’র হাত ধরে টলিউডে পা রেখেছিলেন শ্বেতা ভট্টাচার্য। তিনি ফের ছোটপর্দায় কামব্যাক করেছেন। অভিনেত্রীর আগামী পদক্ষেপ কী? উত্তরে ‘প্রধান’ নায়িকা সাফ বলেন, ‘বড়পর্দায় কাজ করতে হলে ধৈর্য ধরতে হবে। অভিনয় জীবনটা ব্যবসার মতো। লাভ-লোকসান হবেই, তা বলে কি ব্যবসার ঝাঁপ বন্ধ করে দেওয়া উচিত? আমার ইচ্ছে হল, বড়পর্দায় টিকে থাকা। আরও ভালো কাজ করা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥