• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বিয়ে না করেই…’, সুপারস্টার দেবের গোপন কথা ফাঁস করে দিলেন ‘বন্ধু’ সোহম

দু’জন অভিনেতা নাকি কখনও বন্ধু হতে পারে না। একথাটা যে সবার ক্ষেত্রে খাটে না তা প্রমাণ করে দিয়েছেন দেব (Dev) এবং সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। দু’জনেই টলিপাড়ার নামী অভিনেতা। তবে তাঁদের মধ্যে কোনও রেষারেষি নেই। বরং বেশ ভালো বন্ধু তাঁরা। একসঙ্গে কাজ করার পাশাপাশি একে অপরের সিনেমার প্রচারও করে থাকেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘প্রধান’ ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সোহম বলেন, ইন্ডাস্ট্রিতে (Tollywood) সবার সম্পর্ক ভীষণ ফরম্যাল হলেও তাঁর এবং দেবের সম্পর্ক মোটেই তেমন নয়। ছোটবেলার বন্ধুদের মতোই দেবের সঙ্গে মেশেন তিনি। ‘প্রধান’ নায়ক তাঁর বাড়ি এসে আড্ডা দেন বলেও জানিয়েছেন সোহম।

   

Dev and Soham Chakraborty, দেব সোহম চক্রবর্তী

দু’জনের বন্ধুত্ব যখন এতখানি গভীর, তাহলে কি দেবকে বিয়ে করা নিয়ে কোনও পরামর্শ দেন সোহম? অভিনেতা নিজে ১০ বছর ধরে সুখে সংসার করছেন। অন্যদিকে দেব বিয়ের পিঁড়িতে না বসলেও বহু বছর ধরে রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে আছেন।

আরও পড়ুনঃ আশেপাশে থাকলেই বিপদ! কোন স্বভাবের জন্য বদনাম কোয়েল মল্লিক? জানলে সত্যিই অবাক হবেন

জবাবে মজা করে সোহম বলেন, দেব তো বিয়ে না করেই বিবাহিত! তিনি নাকি আরও বেশি কষ্টে আছেন। এমনকি তিনি নাকি অভিনেতাকে এটাও বলে, সোহম গাঁটছড়া বাঁধার পর পরাধীন হয়েছেন আর তিনি না বেঁধেই। জবাবে আবার সোহম দেবকে বলেন, তাহলে বিয়ে করে লাইসেন্সটা নিয়ে নেওয়াই যায়।

Dev and Soham Chakraborty, দেব সোহম চক্রবর্তী

সোহমের দাম্পত্য জীবনের কথা বলা হলে, দীর্ঘদিনের বান্ধবী তনয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা। দেখতে দেখতে একসঙ্গে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন তাঁরা। বিনোদন ইন্ডাস্ট্রিতে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকেন, সেখানে স্ত্রীয়ের সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা।

আরও পড়ুনঃ আশেপাশে থাকলেই বিপদ! কোন স্বভাবের জন্য বদনাম কোয়েল মল্লিক? জানলে সত্যিই অবাক হবেন

সোহমের কথায়, জীবনসঙ্গী যদি নিজের মতো হয় তাহলে কোনও সমস্যা থাকে না। আর যদি না হয় তাহলেই প্রবলেম! তনয়া তাঁকে সোহম হয়ে ওঠার আগে থেকে চেনেন। বিয়ের ১০ বছর পরেও সেই বিশ্বাসটা অটুট আছে। রাখঢাক না করেই অভিনেতা স্বীকার করে নেন বিয়ে করে তিনি সুখী।