Skin Care tips use Toothpaste: ফর্সা দাগহীন ত্বক (Skin) দিন দিন যেন অলীক স্বপ্নের মতো হয়ে যাচ্ছে। দূষণ, স্ট্রেস ভরা এই জীবনের প্রভাব আমাদের ত্বকেও (Skin Problem) পড়ছে। সেই জন্য নানান ধরণের স্কিন প্রবলেম দেখা দিচ্ছে। ত্বকের সেসব সমস্যা থেকে বাঁচতে (Skin Care Tips) কেউ আস্থা রাখে পার্লারের ওপর, কেউ আবার ঘরোয়া রূপচর্চার ওপর। তবে আপনি কি জানেন, এসব কিছু না করেও আপনি বাড়ি বসে ফর্সা-দাগহীন ত্বক পেতে পারেন। শুধু লাগবে টুথপেস্ট (Toothpaste)।
আমরা প্রত্যেকেই টুথ পেস্ট শুধু দাঁত মাজার কাজেই ব্যবহার করি। অনেকেই জানেন না, এই মাজন দিয়েই দাঁতের দারুণ যত্ন নেওয়া যায়। মুখের ফর্সা ভাব ফেরাতে টুথপেস্টের জুড়ি মেলা ভার। এখন নিশ্চয়ই ভাবছেন, কীভাবে ব্যবহার করবেন এটি? চিন্তা নেই। সেই পদ্ধতিও আজ আমরা এই প্রতিবেদনে বলে দেবো।
মুখ ধোওয়ার জন্য আমরা প্রত্যেকেই ফেস ওয়াশ কিংবা সাবান ব্যবহার করি। তবে বিশেষজ্ঞরা বলেন, মুখের ত্বকের জন্য সাবান অনেক ক্ষেত্রেই খারাপ। সেই জন্য ফেসওয়াশ ব্যবহার করতে বলেন তাঁরা। তবে এই ফেসওয়াশের একটি দারুণ বিকল্প হল টুথপেস্ট। ঝটপট টুথপেস্ট দিয়ে ফেসওয়াশের মতো করে মুখ ধুয়ে ফেলতে পারেন। দেখবেন চোখের নিমেষে ত্বকের উজ্জ্বলতা বেড়ে গিয়েছে।
শুধু এটাই নয়, ত্বকের বলিরেখা দূর করতেও দারুণ কার্যকর দাঁতের মাজন। প্রথমে একটু টুথপেস্ট নিয়ে তা অল্প জলের মধ্যে গুলে একটি পাতলা মিশ্রণ বানিয়ে নিন। এরপর সেই মিশ্রণ মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে শুকোতে দিন। শুকিয়ে যাওয়ার পর তা ধুয়ে দিন। সপ্তাহে তিন দিন করলেই দেখবেন বলিরেখা দূর হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ বেসনেই লুকিয়ে রয়েছে গোল্ডেন গ্লো! বাড়ি বসে এই ফেসিয়াল করেই হয়ে যান পরম সুন্দরী
এছাড়া ত্বকে ময়লা জমে অনেকসময় ব্ল্যাক হেডস দেখা দেয়। বিশেষত নাকের ডগায় থাকে ব্ল্যাক হেডস। এটি দূর করতেও টুথপেস্ট কাজে আসে। এই দাগের ওপর টুথপেস্ট লাগান এবং শুকিয়ে গেলে তা টেনে তুলে দিন। এরপর মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যে দেখবেন দাগ উধাও হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ বর্ষাতেও চেহারায় সোনালী গ্লো! রাতে ৭ দিন এই ক্রিম মাখলেই হয়ে যাবেন পরম সুন্দরী!
এগুলির পাশাপাশি ব্রণর সমস্যা থাকলেও টুথপেস্ট লাগাতে পারেন। রাতে শুতে যাওয়ার আগে ব্রণয় টুথপেস্ট লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখবেন ব্রণর ফোলাভাব কিংবা ব্যথা কোনোটাই নেই। প্রসঙ্গত, এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য। ত্বকে কোনও কিছু ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।