• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেসনেই লুকিয়ে রয়েছে গোল্ডেন গ্লো! বাড়ি বসে এই ফেসিয়াল করেই হয়ে যান পরম সুন্দরী

Besan Facial For Glowing Skin : এই গরমে আমাদের শরীরের পাশাপাশি ত্বকের (Skin) ওপর দিয়েও প্রচণ্ড ঝক্কি যাচ্ছে। আমাদের শরীরের মতো ত্বকও প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। সেই জন্য উধাও হয়ে যাচ্ছে ত্বকের জেল্লা (Glow), নিষ্প্রাণ দেখাচ্ছে ত্বক। কিন্তু ত্বক উজ্জ্বল (Glowing Skin) দেখানোর জন্য রোজ রোজ পার্লারে যাওয়াও তো সম্ভব নয়। আজকের প্রতিবেদনে তাই বেসনের একটি ঘরোয়া ফেসিয়াল (Besan Facial) করার পদ্ধতি তুলে ধরা হল যা একবার করলে নিজের চোখেই রেজাল্ট দেখতে পাবেন।

বাঙালিদের ঘরে বেসন প্রায় সবসময়ই থাকে। মূলত খাবার তৈরির কাজেই ব্যবহার করা হয় এটি। আপনার বাড়িতে বেসন থাকলে তো খুবই ভালো, আর যদি নাও থাকে তাহলেও চিন্তার কোনও কারণ নেই। খোলায় ভাজা শুকনো ছোলা গুঁড়ো করেও বেসন বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে এবার স্টেপ বাই স্টেপ বেসন ফেসিয়ালের পদ্ধতি দেখে নেওয়া যাক।

   

Besan facial, Besan facial for glowing skin

ক্লিনজার (Clenaser)- প্রথমে একটি পাত্রে এক চামচ বেসব এবং গোলাপ জল মিশিয়ে ক্লিনজার বানিয়ে নিন। এরপর সেই ক্লিনজার দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। ফেসিয়ালের প্রথম ধাপই হল ত্বক পরিষ্কার করা। এতে ভালো ফলাফল পাওয়া যায়।

Besan cleanser, Besan facial for glowing skin

স্ক্রাবার (Scrubber)- ক্লিনজারের পর স্ক্রাবার বানিয়ে নিতে হবে। এর জন্য প্রয়োজন হবে বেসন, নারকেল তেল, চালের গুঁড়ো, কাঁচা দুধ এবং সামান্য গোলাপ জল। এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে স্ক্রাবার তৈরি করে নিন। এরপর তা মুখে লাগিয়ে স্ক্রাবিং করে নিন।

Besan scrubber, Besan facial for glowing skin

ডি-ট্যান ফেস প্যাক (D-Tan Face Pack)- শুধু ক্লিনজার এবং স্ক্রাবার ব্যবহার করলেই হবে না, এরপর ত্বকের ডি-ট্যানিংও করতে হবে। নাহলে ত্বকের জেল্লা কিন্তু পুরোপুরি ফিরবে না। ডি-ট্যান ফেস প্যাক তৈরি করার জন্য আপনার দরকার হবে বেসন, এক চামচ চিনি, অ্যালোভেরা জেল, কস্তূরী হলুদ এবং লেবুর রস। সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর সেই ফেসপ্যাক মুখে লাগান। দেখবের ত্বকের ট্যান চলে গিয়েছে।

Besan D-Tan face pack, Besan facial for glowing skin

বেসনের এই ঘরোয়া ফেসিয়াল করায় যেমন খুব একটা খরচ নেই, তেমনই সময়ও খুব কম লাগে। হাতে মাত্র ৩০ মিনিট সময় থাকলেই এই ফেসিয়াল করে নেওয়া যায়। একদিন করলে নিজের চোখেই তফাৎ দেখতে পাবেন। তবে ফেসিয়ালে ব্যবহৃত কোনও উপাদানে যদি আপনার ত্বকে অ্যালার্জি থাকে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

site