• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪৮ এও অষ্টাদশী, এয়ারপোর্টে শিল্পা শেট্টির বাচ্চাপনার ভিডিও ফাঁস হতেই ভাইরাল নেটপাড়ায়

Published on:

Shilpa Shetty enjoys Suitcase Ride in Airport like Child Video Viral on Social Media

বলিউডের (Bollywood) সুন্দরীদের মধ্যে অন্যতম, বয়স ৫০ ছুঁইছুঁই, অথচ তাঁকে দেখে সেকথা বলবে সাধ্যি কার! ফিটনেসের নিরিখে তিনি অনায়াসে টেক্কা দিতে পারেন অষ্টাদশীদের। আশা করি, বুঝতে পারছেন এখানে কথা হচ্ছে শিল্পা শেট্টির (Shilpa Shetty)। ৪৮ বছর বয়স হয়ে গেল অভিনেত্রীর। তবে তাঁর ফিটনেস, সুঠাম চেহারা দেখে সত্যিই সেকথা বোঝা দায়।

বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শিল্পা। একটা সময় রাজত্ব করেছেন বড়পর্দায়। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। তবে বিয়ের পর অভিনয় জগত থেকে খানিক দূরত্ব তৈরি করে নেন অভিনেত্রী। কয়েক বছর লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে থাকার পর সদ্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি।

Shilpa Shetty, Shilpa Shetty Eid celebration

১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবির হাত ধরে কেরিয়ার শুরু শিল্পার। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর সাফল্য, যশ, খ্যাতি। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই রাজ কুন্দ্রাকে বিয়ে করে অভিনয় জগতকে সাময়িক বিদায় জানান অভিনেত্রী। প্রায় ৭ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর ২০২১ সালে ‘হাঙ্গামা ২’র হাত ধরে কামব্যাক করেন তিনি।

আরও পড়ুনঃ কাজ হারালেন ক্যাটরিনা, ‘টাইগার ৪’এ রোম্যান্স করার জন্য নতুন নায়িকার ঘোষণা করলেন সালমান খান!

তবে অভিনয় জগত থেকে দূরে থাকলেও শিল্পা কিন্তু সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেন। এখনও যেমন প্রায়ই নিজের নানান পোস্টের মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসেন অভিনেত্রী। দিন কয়েক আগে স্ট্রোলারে (Stroller) চেপে একটি ভিডিও শেয়ার করেন তিনি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল (Viral) হয়ে যায় নেটপাড়ায়।

Shilpa Shetty rides a stroller

শিল্পার শেয়ার করা ভিডিওয় (Video) দেখা যাচ্ছে, স্ট্রোলারে চেপে ঘুরে বেরাচ্ছেন তিনি। অভিনেত্রী এই ভিডিও পোস্ট করতেই একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘সবার ওজন তো আর আপনার মতো হয় না’। কারোর আবার নজর কেড়েছে অভিনেত্রীর ফিটনেস।

আরও পড়ুনঃ আলিয়া-দীপিকার দিন শেষ, ফুটন্ত যৌবনে বলিউডে কাঁপাতে তৈরী সালমানের ভাগ্নি! রইল হাতে গরম ছবি

শিল্পার কাজের নিরিখে বলা হলে, বলিউডে কামব্যাক করার পর এখনও পর্যন্ত মোট ৩টি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘হাঙ্গামা ২’র পর ‘নিকম্মা’ এবং ‘সুখী’তে দেখা গিয়েছে অভিনেত্রীকে। শীঘ্রই ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র হাত ধরে ওয়েব দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥