• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজ হারালেন ক্যাটরিনা, ‘টাইগার ৪’এ রোম্যান্স করার জন্য নতুন নায়িকার ঘোষণা করলেন সালমান খান!

সলমন খানের (Salman Khan) কেরিয়ারের অন্যতম হিট ফ্র্যাঞ্চাইজি হল ‘টাইগার’ (Tiger)। যতবার তিনি ‘টাইগার’ রূপে হাজির হয়েছেন, ততবার সেই ছবি ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’র পর সুপারহিট হয়েছে ‘টাইগার ৩’ (Tiger 3)। ব্যাক টু ব্যাক ফ্লপের পর এই ছবির হাত ধরে ফের লক্ষ্মীলাভ হয়েছে ভাইজানের।

দীপাবলির আবহে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল সলমন খানের এই সিনেমা। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল ‘টাইগার ৩’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি দেখতে সিনেমাহল ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা। ‘টাইগার ৩’র এই ব্লকবাস্টার সাফল্যের মাঝেই ‘টাইগার ৪’ (Tiger 4) নিয়ে সামনে এল একটি বিরাট আপডেট।

   

Salman Khan Katrina Kaif Tiger 4

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির একটি আকর্ষণ যদি সলমন হন, দ্বিতীয়টি অবশ্যই ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। জোয়া রূপে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ‘টাইগার ৩’তেই যেমন তোয়ালে পরে অ্যাকশন করে তাক লাগিয়েছেন অভিনেত্রী। এছাড়া সলমন-ক্যাটরিনার উষ্ণ রসায়ন তো আছেই।

আরও পড়ুনঃ আলিয়া-দীপিকার দিন শেষ, ফুটন্ত যৌবনে বলিউডে কাঁপাতে তৈরী সালমানের ভাগ্নি! রইল হাতে গরম ছবি

‘টাইগার ৪’এও কি তাহলে ক্যাটরিনার স্থান পাকা? আসলে অনেক ছবিতেই দেখা যায়, সিক্যুয়েলে পাল্টে গিয়েছে নায়িকার মুখ। ‘টাইগার ৪’র ক্ষেত্রে তেমনটা হবে না তো? অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্ন। অবশেষে সামনে এল উত্তর।

Salman Khan Katrina Kaif Tiger 4

সম্প্রতি সলমন বলেন, ‘আপনার টাইগার ১ থেকে টাইগার ৩ অবধি দেখলেন। তাও আবার আমায় বয়স যখন ৫৭। এবার তাহলে আমার ৬০ বছর বয়সে আপনারা টাইগার ৪ দেখার জন্য তৈরি হন’। ভাইজানের কথা শুনে অনেকের অনুমান, তাঁর যখন ৬০ বছর বয়স হবে তখন প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘টাইগার ৪’। পাশাপাশি এও বোঝা গেল, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির বাকি ছবিগুলির মতো এই সিনেমাতেও নায়িকা হিসেবে দেখা যাবে ক্যাটরিনাকেই।

আরও পড়ুনঃ টলিউডের জন্য ফিরিয়েছেন বলিউডের অফার, বাংলা ছবিকে জাতীয় স্তরে নিয়ে যাব, স্পষ্ট জানালেন জিৎ

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’। এরপর সেখানে যুক্ত হয়েছে ‘ওয়ার’ এবং ‘পাঠান’। প্রত্যেকটি ছবিই বক্স অফিসে দারুণ সফল। ‘টাইগার ৩’ ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় করে ফেলেছে। আস্তে আস্তে এবার ৪০০ কোটির লক্ষ্যের দিকে এগোচ্ছে ভাইজানের সিনেমা।