• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরপর দুটো ছবি তুলেছে ১০০০ কোটি! ‘Dunki’তে কত পেলেন শাহরুখ খান? টাকার অঙ্ক শুনলে ভিরমি খাবেন

Updated on:

Shah Rukh Khan Dunki movie cast fees

২ নভেম্বর গোটা দেশে উৎসবের মেজাজে পালিত হয়েছে বলিউড (Bollywood) এর ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন। এই বিশেষ দিনেই রিলিজ করেছেন ‘কিং খান’র আসন্ন সিনেমা ‘ডানকি’র (Dunki) প্রথম টিজার। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করছেন শাহরুখ। সঙ্গে রয়েছে তাপসী পান্নু, ভিকি কৌশলের মতো তারকারা। বড়দিনের আবহে আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে এই সিনেমা। তার আগে চলুন জেনে নেওয়া যাক, এই ছবিতে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক (Dunki Cast Fees) নিয়েছেন কলাকুশলীরা।

সতীশ কৌশিক (Satish Kaushik)- প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের এটি শেষ সিনেমা। প্রয়াণের আগেই ‘ডানকি’র শ্যুটিং সম্পূর্ণ করে ফেলেছিলেন তিনি। জানা গিয়েছে, এই ছবির জন্য ৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা।

Satish Kaushik, Satish Kaushik death, Satish Kaushik death reason, Dunki cast fees

বোমান ইরানি (Boman Irani)- রাজকুমার হিরানির একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে বোমানকে। ‘৩ ইডিয়টস’ ছবির ভাইরাসকে পরিচালকের ‘লাকি চার্ম’ বললেও খুব একটা ভুল হয় না। ‘ডানকি’তে একজন শিক্ষকের ভূমিকায় দেখা যাবে বোমানকে। জানা গিয়েছে, এই চরিত্রের জন্য ১৫ কোটি টাকা নিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ ভাইজান ইজ ব্যাক, রিলিজের আগেই ‘পাঠান’কে টেক্কা! প্রি বুকিংয়েই এত কোটি ঘরে তুলল সলমন খানের ‘টাইগার ৩’

Boman Irani Dunki movie fees

আরও পড়ুনঃ মাথায় রাগ উঠতেই বেসামাল, শাহরুখ খানকে গুলি করেছিলেন সালমান খান! কারণ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো

ভিকি কৌশল (Vicky Kaushal)- শাহরুখ খানের আসন্ন এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। নায়ক হার্ডির বন্ধু সুখীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আসন্ন এই ছবির জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা।

Vicky Kaushal in Dunki, Dunki cast fees

তাপসী পান্নু (Taapsee Pannu)- শাহরুখের মতো তাপসীও এই প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চলেছেন। পাশাপাশি ‘কিং খান’র সঙ্গেও এই প্রথম স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। ছবিতে তাঁর চরিত্রের নাম হল মানু। হার্ডি এবং মানু খুব ভালো বন্ধু। সেই সঙ্গেই হার্ডি মনে মনে তাকে ভালোবাসে। জানা গিয়েছে, ‘ডানকি’তে অভিনয়ের জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তাপসী।

Taapsee Pannu in Dunki, Dunki cast fees

শাহরুখ খান (Shah Rukh Khan)- এমনি এমনি শাহরুখকে ‘কিং অফ কামব্যাক’ বলা হয় না। একাধিক ফ্লপের পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই মন্ত্র খুব ভালো জানা আছে অভিনেতার। সেই জন্যই তো ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর একেবারে রাজার মতো ফিরেছেন তিনি।

Shah Rukh Khan in Dunki, Dunki cast fees

‘পাঠান’, ‘জওয়ান’র ব্লকবাস্টার সাফল্যের পর এবার ‘ডানকি’ নিয়ে হাজির হয়েছেন শাহরুখ। ছবিতে তাঁর চরিত্রের নাম হার্ডি। জানা গিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির জন্য ২৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ‘কিং খান’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥