স্যান্ডি সাহা (Sandi Saha) নামটার সাথে প্রায় সকলেই বেশ পরিচিত। কিভাবে ট্রেন্ডিংয়ে বা শিরোনামে থাকতে হয় সেটা স্যান্ডি বেশ ভালোমতই জানে। নিত্য নতুন অদ্ভুত সাজে সেজে হাজির হতে দেখা যায় স্যান্ডিকে। কখনো কাদা কাদা, তো কখনো অদ্ভুত সমস্ত কাপড় চোপড় পড়া সবেতেই রয়েছে স্যান্ডি সাহা। এবার ‘মম চিত্তে তা তা থৈ থৈ’ নেচে দেখাল স্যান্ডি।
সম্প্রতি আবারো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে শিরোনামে এসে গিয়েছে স্যান্ডি সাহা। এখন নিশ্চই প্রশ্ন জাগছে আবার নতুন কি করে বসল সে? এর উত্তরই জানাতে চলেছি। অতিসম্প্রতি এক সংবাদমাধ্যমের পুজো স্পেশাল শুটে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। ভিডিওতে শোভনবাবুর চারপাশে ঘুরে রবীন্দ্র সংগীত ‘মম চিত্তে’ গানে নাচতে দেখা গিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
ভাইরাল ভিডিওকে ঘিরে নেতাপ্রাপ্ত হাসি ঠাট্টা শুরু হয়ে গিয়েছে। এবার সেই ভিডিও দেখে অনুপ্রেরণা নিয়ে ট্রোল করে ভিডিও বানিয়ে ফেলেছে স্যান্ডি সাহা। সোশ্যাল মিডিয়াতে ট্রোল ভিডিও শেয়ার করে স্যান্ডি লিখেছে, ‘নমস্কার আমি কালবৈশাখী ব্যানার্জী, আজ সবাইকে তাতা থৈ থৈ করে দিলাম ’। ভিডিওর শুরুতেই নিজেকে কালবৈশাখী বন্দোপাধ্যায় বলেও পরিচয় দিয়েছে স্যান্ডি। এরপর শাড়ি পরে কলকাতার রাস্তায় ঘুরে বেড়িয়েছে।
রাস্তায় পথ চলতি মানুষের সামনে গিয়ে নিজেকে কালবৈশাখী পরিচয় দিয়ে নেচে দেখিয়েছে। ট্রোল করে তৈরী ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। ১৩ লক্ষেরও বেশি দর্শক হয়ে গিয়েছে ভিডিওতে। ভিডিও দেখে উপচে পড়েছে কমেন্ট বক্স। নেটিজেনরা নিজেদের নানা মতামত দিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মা উড়ালপুল নাইটি পরে নেচে ভিডিও করেছিল স্যান্ডি সাহা। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পরে। উড়ালপুল বেআইনিভাবে গাড়ি থামিয়ে নাচার কারণে আইনি জটেও জড়িয়ে পরে স্যান্ডি। তবে এতেও কিছু তফাৎ হয়নি বলেই মনে হচ্ছে। ট্রেন্ডিং ঘটনা নিয়ে কিভাবে শিরোনামে থাকতে হয় সেটা ভালো আয়ত্তে করেছে স্যান্ডি।