• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অম্বানি ফেল, সালমান খানের একটা হাতঘড়ির দাম শুনলে জাস্ট ছিটকে যাবেন!

লাইফস্টাইলের কারণে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন সালমন খান (Salman Khan)। কখনও তাঁর ছিমছাম ফ্ল্যাটে থাকা নিয়ে চর্চা হয়েছে, কখনও আবার নজর কেড়েছে তাঁর বহুমূল্য পোশাক! সম্প্রতি যেমন ভাইজানের হাতঘড়ি (Wrist Watch) নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়! রামধনু রঙা সেই ঘড়ির দাম শুনে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে অনেকের!

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন যাঁদের দামি দামি ঘড়ি পরার ভীষণ শখ। সলমন তাঁদের মধ্যে অন্যতম! অন্তত সালমান খানের নতুন হাতঘড়ি (Salman Khan Wrist Watch) তো সেকথাই বলছে। সম্প্রতি অভিনেতার হিরে খচিত ঘড়ি নজর কাড়ে নেটিজেনদের। এবার প্রকাশ্যে এসেছে সেই ঘড়ির দাম।

   

Salman Khan Patek Philippe wrist watch price

দিন কয়েক আগে সলমনের হাতে Patek Philippe Rainbow Watch-টি দেখা গিয়েছিল। জানা যাচ্ছে, ১৩০টি হিরে খচিত এই ঘড়ির দাম প্রচুর! ‘ইন্ডিয়ান হরোলজি’ নামের একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভাইজানের এই হাতঘড়ির মূল্য প্রায় ২৩ কোটি টাকার কাছাকাছি। ব্যস, এরপরেই ফের চর্চার কেন্দ্রে চলে আসে সলমনের লাইফস্টাইল।

আরও পড়ুনঃ আলিয়া-দীপিকার দিন শেষ, ফুটন্ত যৌবনে বলিউডে কাঁপাতে তৈরী সালমানের ভাগ্নি! রইল হাতে গরম ছবি

অনেকে ধনকুবের মুকেশ অম্বানির সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছে অভিনেতার। একজন নেটিজেন লিখেছেন, ‘অম্বানি লেভেলের রিস্ট গেম’। দ্বিতীয়জনের আবার কমেন্ট, ‘শুধুমাত্র ভাই-ই এই কাজ করতে পারেন’।

Salman Khan Patek Philippe wrist watch price

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন সলমন। গত প্রায় তিন দশক ধরে বলিউডে কাজ করছেন তিনি। নাম, যশ, খ্যাতির পাশাপাশি এত বছরে প্রচুর অর্থও উপার্জন করেছেন ভাইজান। স্বাভাবিকভাবেই তাই তাঁর বাড়িতে সাজানো রয়েছে একাধিক বহুমূল্য জিনিস।

আরও পড়ুনঃ জেলে শৌচাগার পরিষ্কার করতে হয়েছিল! অতীতের কষ্টের কথা শেয়ার করলেন ‘ভাইজান’ সালমান

সলমনের কাজের দিক থেকে বলা হলে, অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ ছবিতে। ব্যাক টু ব্যাক ফ্লপের ধাক্কা কাটিয়ে এই সিনেমার হাত ধরে ফের ঘুরে দাঁড়িয়েছেন অভিনেতা। এরপর তাঁকে দেখা যাবে ‘টাইগার ভার্সেস পাঠান’ এবং ‘দ্য বুল’ ছবিতে। আপাতত নিজের আসন্ন ছবির কাজ নিয়েই ব্যস্ত আছেন তিনি।