• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তোমার মতো নিষ্ঠা…’! ‘প্রধান’র সাফল্যের জন্য বড়মার দরবারে পুজো দিলেন সৌমিতৃষা, প্রশংসা নেটিজেনদের

Published on:

Soumitrisha Kundu prays to Boro Maa before Pradhan release

ছোটপর্দা কাঁপিয়ে শীঘ্রই বড়পর্দায় পা রাখতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। দর্শকদের প্রিয় ‘মিঠাই’ এখন দীপক প্রধানের স্ত্রী রুমি। টলি সুপারস্টার দেবের হাত ধরে সিনেদুনিয়ায় ডেবিউ করতে চলেছেন নায়িকা। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত তিনি। তবে এসবের মাঝে ‘প্রধান’র জন্য নৈহাটির বড়মার (Boro Maa) দরবারে পুজো দিতে হাজির হলেন নায়িকা।

চলতি মাসেই প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে ‘প্রধান’ (Pradhan)। ডেবিউ ছবির আগে বড়মার আশীর্বাদ নিতে নৈহাটি পৌঁছে গেলেন সৌমিতৃষা। ছবি রিলিজের আগে হোম-যজ্ঞ করে পুজো দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সকল ছবি শেয়ার করে নিয়েছেন মিঠাইরানী।

Soumitrisha Kundu in Boro Maa Temple

বড়মার কাছে পুজো দেওয়ার ছবি শেয়ার করে সৌমিতৃষা ক্যাপশনে লেখেন, ‘আজকে নৈহাটির বড়মার কাছে আমাদের প্রধান ছবির জন্যে হোম করা হল!… মায়ের ডাক এলে তবেই যে আসা যায়! #প্রধান’। সৌমিতৃষার এই পোস্ট দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

একজন কমেন্ট করেছেন, ‘তোমার মতো নিষ্ঠা হলে মা নিশ্চয়ই কাছে ডাকবে। দেখলে চোখ জুড়িয়ে যায়ে… বড়মা তোমার সব মনোকামনা যেন পূর্ণ করে… জয় মা জয় মা’। দ্বিতীয়জন আবার ‘প্রধান’র সাফল্য কামনা করে লেখেন, ‘বড়মার আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হোক। বড়মার আশীর্বাদে এই বছর বড়দিন প্রধানময় হয়ে উঠুক’।

Soumitrisha Kundu in Boro Maa Temple

প্রসঙ্গত, বছর শেষের আবহে বড়পর্দায় রিলিজ করতে চলেছে ‘প্রধান’। এর আগে ক্রিসমাসের আবহে দেবের যতগুলি ছবি মুক্তি পেয়েছে প্রায় প্রত্যেকটি বক্স অফিসে সফল হয়েছে। এই বছর পালা ‘প্রধান’র। মিঠাইয়ের আকাশছোঁয়া সাফল্য ভুলে ‘রুমি’ হয়ে উঠতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন সৌমিতৃষা।


দিন কয়েক আগে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে সৌমিতৃষা বলেছিলেন, ‘মিঠাইয়ের যাবতীয় স্টারডম ছেড়েই আমি ‘প্রধান’র রুমি হয়েছি। আগের খ্যাতি, যশ নিয়ে এগোলে আমার মধ্যে অহং চলে আসবে।। আমি যে কোনও নতুন কাজ শুরু করি একেবারে শূন্য থেকে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥