• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার! দীর্ঘ অপেক্ষা শেষে জোড়া অস্কার আনল RRR সহ এই সিনেমা

Updated on:

India Won Two Oscars for Natu Natu Song making all indians proud

প্রত্যেকটি ভারতবাসী গত কয়েকমাস ধরে এই দিনটিরই স্বপ্ন দেখছিলেন। ‘আরআরআর’এর ‘নাটু নাটু’র (Naatu Naatu) অস্কার (Oscar) জয়ের আশায় বুক বেঁধেছিলেন সকলে। অবশেষে পূর্ণ হল সেই কামনা। প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করে সোমবার সকালে অস্কার জিতল এস এস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’এর (RRR) সুপারহিট গান ‘নাটু নাটু’। বেস্ট অরিজিনাল সং বিভাগে পুরস্কার জিতেছে এটি।

যদিও এই বছর একটি অস্কার নয়, বরং ভারতের ঝুলিতে এসেছে জোড়া অস্কার। বেস্ট অরিজিনাল সংয়ের পাশাপাশি বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম পুরস্কারও এদেশেই এসেছে। বিদেশের সকল ছবিকে টেক্কা দিয়ে ভারতের ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’ (The Elephant Whisperers) সেরা তথ্যচিত্রের (শর্ট ফিল্ম) পুরস্কার ছিনিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের দিনটি অত্যন্ত গর্বের।

Naatu Naatu and The Elephant Whisperers

অস্কারের মঞ্চে দীপিকা পাড়ুকোন যখন ‘নাটু নাটু’র সঙ্গে সকলের পরিচয় করাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত প্রত্যেক দর্শকের উন্মাদনা ছিল দেখার মতো। দর্শকদের চিৎকারের জন্য বেশ কয়েকবাস থামতেও হয় বলি সুন্দরীকে। এরপর রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব ‘নাটু নাটু’ গাওয়া শুরু করার পর আরও বাড়ে সেই উন্মাদনা।

একদিকে রাহুল এবং কালা ‘নাটু নাটু’ লাইভ গাইছেন, অপরদিকে চিৎকার করছেন দর্শকরা। সেখানে উপস্থিত থেকে সম্পূর্ণ ঘটনার সাক্ষী থেকেছেন গানটির কম্পোজার এম এম কিরাভাণী এবং ‘আরআরআর’এর দুই অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর।

আরও পড়ুনঃ অস্কারজয়ী ‘নাচো নাচো’ রচনা এক বাঙালি মেয়ের হাতেই, বিশ্বজয়ের খুশিতে আত্মহারা বঙ্গতনয়া

Naatu Naatu Oscar, India at Oscar 2023

যদিও এই প্রথম নয়, ‘নাটু  নাটু’এর আগেও বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছে। কয়েকমাস আগেই গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিল ‘আরআরআর’এর এই গানটি। এবার অস্কার জেতার পর যেন ষোলো কলা পূর্ণ হল। দক্ষিণী তারকা থেকে শুরু করে বলিউড, টলিউডের সেলেব- প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছে ‘আরআরআর’ টিমকে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজামৌলীর ছবির এই ব্লকবাস্টার গানটি কম্পোজ করেছেন এম এম কিরাভাণী, লিরিক্স লিখেছেন চন্দ্র বোস। অস্কারের মঞ্চে লাইভ পারফর্ম করা রাহুল এবং কালা ‘নাটু নাটু’র তেলেগু ভার্সনটি গেয়েছিলেন। ২০২১ সালের আগস্ট মাসে ইউক্রেনের কিয়েভের মারিনস্কি প্যালেসে শ্যুট করা হয়েছিল ‘নাটু নাটু’ গানটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥