• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অস্কারজয়ী ‘নাচো নাচো’ রচনা এক বাঙালি মেয়ের হাতেই, বিশ্বজয়ের খুশিতে আত্মহারা বঙ্গতনয়া

গোল্ডেন গ্লোবের পর অস্কার (Oscar) জিতল এস এস রাজামৌলী পরিচালিত ব্লকবাস্টার ‘আরআরআর’এর (RRR) ‘নাটু নাটু’ (Naatu Naatu) গানটি। সোমবার এই সম্মানীয় পুরস্কার জিতে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন এম এম কিরাভাণী এবং চন্দ্রবোস। অস্কারজয়ের পর ‘আরআরআর’কে শুভেচ্ছায় ভরালেও অনেকেই জানেন না, এই গানটির সঙ্গে জড়িয়ে রয়েছে এক বাঙালি মেয়েও। তাঁর নাম রিয়া মুখোপাধ্যায় (Riya Mukherjee)।

গত বছর তেলেগু, হিন্দি সহ আরও বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছিল ‘আরআরআর’। ‘নাটু নাটু’ গানটি হিন্দিতে হয়েছিল ‘নাচো নাচো’ (Naacho Naacho)। তুমুল নাচের এই গানে কোমর দুলিয়েছেন প্রায় প্রত্যেকে। ভাইরাল হয়েছিল স্টাইলিশ হুকস্টেপটিও। এখনও অনেককে গুনগুন করতে শোনা যায় ‘নাচো নাচো’ গানটি। আর এই গানটিরই রচয়িতা হলেন বাংলার রিয়া।

   

Naatu Naatu Oscar, Naacho Naacho, Naatu Naatu

অস্কারজয়ী ‘নাটু নাটু’র তেলেগু ভার্সনটি লিখেছিলেন, চন্দ্র বোস। অপরদিকে হিন্দি ‘নাচো নাচো’ রচনা করেছেন বঙ্গ তনয়া রিয়া। ‘আরআরআর’ অস্কার জিতে বিশ্বদরবারে ভারতকে গর্বিত করার পর সেই রিয়ার প্রতিক্রিয়া কী? সম্প্রতি টিভি৯ বাংলার কাছে মুখ খোলেন তিনি।

রিয়া এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন। সেখান থেকেই সাক্ষাৎকারে জানান, ‘এটি একটি অসামান্য জয়। আমি কিরাভাণী স্যার, চন্দ্র বোস যিনি তেলেগু ভার্সনের রচয়িতা তাঁদের শুভেচ্ছা জানাতে চাই। ওনারা দু’জন যখন পুরস্কার হাতে দাঁড়িয়েছিলেন এত ভালোলাগছিল দেখতে’।

আরও পড়ুনঃ অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার! দীর্ঘ অপেক্ষা শেষে জোড়া অস্কার আনল RRR সহ এই সিনেমা

Riya Mukherjee lyricist, Riya Mukherjee Naacho Naacho

রিয়ার সংযোজন, ‘কিরাভাণী স্যার খুব ভালো একজন মানুষ। কী সুন্দর ভাবে উনি গাইলেন। রচয়িতা চন্দ্র বোসকে নিয়ে আমি আর কী বলব! ‘নাটু নাটু’র হুক স্টেপ তো এখন সারা দেশে জনপ্রিয় হয় গিয়েছে। আমার কী ভালো লাগছে’। ‘নাচো নাচো’র রচয়িতা জানান, ইতিমধ্যেই এম এম কিরাভাণীকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন তিনি। এখন অপেক্ষা করছেন বিশ্বজয়ীদের দেশে ফেরার।

Naatu Naatu Oscar, India at Oscar 2023

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবনের ওপর ভিত্তি করে রাজামৌলী ‘আরআরআর’ তৈরি করেছিলেন। প্রায় ৪৫০ কোটির বাজেটে তৈরি হওয়া এই সিনেমা সারা বিশ্বে প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে। শুধুমাত্র ভারতের দর্শকদেরই নয়, বিশ্বের আরও বহু দেশের দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে এই ছবি।

site