• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাহুলের সাথে প্রেমের গুঞ্জন অতীত! কার প্রেমে পড়েছেন রুকমা? ফাঁস নতুন প্রেমিকের ছবি

Updated on:

Rooqma Ray opens up about her new relationship

Rooqma Ray : বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রূকমা রায় (Rooqma Ray)। কিরণমালা সিরিয়ালের রাজকুমারী হয়ে প্রথম ক্যারিয়ার শুরু হয়েছিল রুকমার। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে সান বাংলার ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিককে। বাংলা সিরিয়ালের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। কিছুদিন আগে পর্যন্তও তাঁর সাথে নাম জড়িয়ে ছিল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

কাজের সূত্রেই আলাপ হয়েছিল তাঁদের। স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে রাজা-মাম্পি চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। এই ধারাবাহিকে তাঁদের জুটিটা দ্বিতীয় প্রধান জুটি হলেও পরবর্তীতে নিজেদের অভিনয় গুণেই তাঁরা ছাপিয়ে গিয়েছিলেন প্রধান চরিত্রের নায়ক নায়িকাদের। তাই এই সিরিয়াল থেকেই তাঁদের জুটির নাম মিলিয়ে দর্শকরা নাম দিয়েছিলেন ‘রাম্পি’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রুকমা রায়,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,Rahul Arunoday Banerjee,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarkar,নতুন সম্পর্ক,New Relationship,Rooqma Ray

তবে রাহুল-রুকমা জুটির সম্পর্ক নিয়ে একসময় যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল তা এখন অতীত। বর্তমানে স্ত্রী প্রিয়াঙ্কার সাথে মনোমালিন্য ভুলে ছেলে সহজকে  নিয়ে একসাথে থাকতে শুরু করেছেন রাহুল। প্রিয় সহ অভিনেতার এই নতুন জীবন নিয়ে সম্প্রতি  হিন্দুস্তান টাইমস বাংলায় অভিনেত্রী বলেছেন ‘রাহুলদা আর প্রিয়াঙ্কার প্রথম যখন কথা হচ্ছে, তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দই তো হবে। রাহুলদার পাশে সবসময় আছি। ওরা দুজন সবসময় ভালো থাকুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। আমি সত্যি খুশি।’

আরও পড়ুনঃ বৌয়ের পর এবার বোনকে পেটাচ্ছে পরাগ! স্বামীকে শায়েস্তা করতে অস্ত্র তুলল শিমুল, ফাঁস আগাম পর্ব

তবে এত গেল প্রিয় বন্ধুর প্রসঙ্গে কথা। কিন্তু বাস্তব জীবনে রুকমার ‘মনের মানুষ’ কে? এ সম্পর্কে জানতে চাওয়া হলে এদিন অভিনেত্রী বলেছেন ‘আমি নাম বলছি। নাম কেন মোবাইলে ছবিই আপনাদের দেখাচ্ছি।’ আর তারপরেই সবাইকে অবাক করে দিয়ে মোবাইল ফোন থেকে নিজের ব্র্যান্ড নিউ গাড়ির ছবি দেখান অভিনেত্রী। তাই বোঝাই যাচ্ছে রুকমার মনে কোনো মানুষ নয় এখন শুধুমাত্র বিরাজ করছে তার পছন্দের গাড়িটি।

আরও পড়ুনঃ বাড়ি ফিরল ঘরের লক্ষ্মী, সূর্যর হাত ধরেই সেনগুপ্ত বাড়িতে এল দীপা, আনন্দে আত্মহারা দর্শকেরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,রুকমা রায়,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,Rahul Arunoday Banerjee,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarkar,নতুন সম্পর্ক,New Relationship,Rooqma Ray

ছবিতে দেখা যাচ্ছে হুন্ডাই  শোরুমে দুধ সাদা গাড়ির, সামনে সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন রুকমা। অভিনেত্রীর দাবি এই গাড়িটাই এই মুহূর্তে তাঁর মনের মানুষ। তাই সবাই যেভাবে নিজের মনের মানুষের খেয়াল রাখেন, যেমন করে ভালোবাসা দেয়, অভিনেত্রীও নাকি ঠিক সেভাবেই নিজের গাড়িটিকে আগলে রাখছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥