• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হওয়া সহজ নয়! মাতৃত্বের অনুভূতি নিয়ে আক্ষেপ সুরে কি বললেন বড় পর্দার নন্দিনী ঋতাভরী?

Updated on:

Ritabhari Chakraborty opens up about her Motherhood

বাংলা বিনোদন জগতের (Tollywood) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। খুব অল্প বয়সেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) হাত ধরে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর। তখনও স্কুলের গণ্ডি পেরোননি অভিনেত্রী। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই  সুযোগ পেয়েছিলেন স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ওগো বধূ সুন্দরীতে। এই সিরিয়ালটি শেষ হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

তারপর সোজা তিনি পাড়ি দিয়েছিলেন বড় পর্দায়। এখন ঋতাভরীকে বাংলা সিরিয়ালে দেখা না গেলেও তিনি এখন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজের জগতের অত্যন্ত পরিচিত মুখ। সদ্য আড্ডা টাইমসে মুক্তি পেয়েছে ঋতাভরী অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘নন্দিনী’। যা মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এই সিরিজে ঋতাভরী একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

টলিউড,Tollywood,ঋতাভরী,Ritabhari Chakraborty,মাতৃত্ব,Motherhood

বাস্তবে তিনি নিজে এখনও মাতৃত্বের স্বাদ না পেলেও অসংখ্য বাচ্চাদের মা হয়ে উঠেছেন অনেকদিন আগেই। আসলে মূক ও বধুর শিশুদের নিয়ে একটি স্কুল চালান অভিনেত্রী। সেই স্কুলের সমস্ত বাচ্চাদের থাকা-খাওয়া পড়াশোনা সবকিছুর দায়িত্ব একার কাঁধেই তুলে নিয়েছেন অভিনেত্রী। এই স্কুলের প্রত্যেক বাচ্চাকেই তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসেন।

আরও পড়ুনঃ ছেলের নামে কলঙ্ক! মা-বৌকে নাচতে দেখে নোংরা কটাক্ষ পরাগ-পলাশের, ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব  

তাই জীবনে যখনই মন খারাপ হয় কিম্বা কোন কষ্ট হয় তখনই তিনি এই স্কুলের বাচ্চাদের সাথে সময় কাটাতে চলে আসেন।  তবে সম্প্রতি ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতায় অভিনেত্রী জানিয়েছেন বাস্তবে মা হওয়া সত্যিই মুখের কথা নয়। একবার তিনি সুযোগ পেয়েও তাঁর স্কুলের বাচ্চাদের চিরকালের মতো একটা সুন্দর জীবন  ফিরিয়ে দেওয়ার সুযোগ পাননি।

আরও পড়ুনঃ ‘তোমায় ছাড়া জীবন কল্পনাও করি না’, স্পেশাল মানুষের সাথে শ্রাবন্তীর ছবি আসতেই তোলপাড় নেটপাড়া

টলিউড,Tollywood,ঋতাভরী,Ritabhari Chakraborty,মাতৃত্ব,Motherhood

শুধুমাত্র বাচ্চাদের নিজের মা না হওয়ার জন্য এই  সুযোগ পাননি তিনি। কারণ বাচ্চাদের নিজের বাবা-মা চাননি এতটুকু বয়সে তাঁদের বাচ্চাদের সার্জারি হোক। অনেক চেষ্টা করেও অভিনেত্রী বোঝাতে পারেননি ওই বয়সে সার্জারিটা করতে বাচ্চারা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

তাই আবেগপ্রবণ হয়ে এদিন ঋতাভরী ধরা গলায় বলেন ‘আমি হেরে গেছি।’ এদিন ঋতাভরী জানান তিনি এখন বুঝতে পারেন মা হওয়া সহজ নয় একজন মাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয়। তবে এদিন অভিনেত্রী জানান যখন তিনি  নিজে মা হবেন তখন তিনি তাঁর বাচ্চাদের জন্যে প্রয়োজনে অনেক কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হতেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥