• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘একসময় ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, বন্ধু ভাবতে পারবো না’! সোহিনীর সাথে ‘বন্ধুত্ব’ নিয়ে অকপট রণজয়

Published on:

Ranojoy Bishnu talks about his break up with Sohini Sarkar

কয়েক মাস আগে অবধিও একসঙ্গে ছিলেন তাঁরা। রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং সোহিনী সরকারের (Sohini Sarkar) বিচ্ছেদের খবর যখন সামনে আসে তখন অবাক হয়ে গিয়েছিলেন বহু অনুরাগী। অতীত ভুলে গায়ক শোভনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। তবে রণজয়ের নামের পাশে এখনও রয়েছে ‘সিঙ্গেল’ তকমা। টলিপাড়ার (Tollywood) অন্দরে কান পাতলে আবার শোনা যাচ্ছে, অভিনেতার পিছনে তাঁকে নাকি অনেকেই ‘দেবদাস’ বলে ডাকছেন!

সম্প্রতি এই প্রসঙ্গে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন ‘কোন গোপনে মন ভেসেছে’র অনিকেত। অভিনেতা জানান, তাঁর নামের পাশে এমন তকমা জুটেছে তা তিনি জানতেন না। রণজয় বলেন, ‘আমি দেবদাস পল্লিতে থাকি, যে মিউজিক্যাল থিয়েটার করেছি তার নামও দেবদাস। কিন্তু তাই বলে আমি দেবদাস হয়ে যাইনি’।

Ranojoy Bishnu and Sohini Sarkar

রণজয়ের কথায়, ‘আমি আমার জীবনকে ভালোবাসি। তার ওপর আমি একটা পরিবারের মাথা। আমার কাঁধে এতগুলো মানুষের দায়িত্ব রয়েছে। তাই আমি দেবদাস হয়ে নিজের জীবন কাটাতে চাই না’। এদিকে সোহিনীর সঙ্গে প্রেম ভাঙার পর একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে রণজয়ের। কখনও শ্যামৌপ্তি মুদলি, কখনও আবার মিশমি দাসের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। তবে সেসব কথাকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছেন পর্দার অনিকেত।

আরও পড়ুনঃ টেলিভিশনে এই প্রথম, ‘দিদি নং ১’এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী! এই দিনে হবে সম্প্রচার

বর্তমানে আবার প্রেম ভাঙলেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন অনেকে। রণজয়ও কি এই ধারণায় বিশ্বাসী? উত্তরে অভিনেতা বলেন, ‘একসময় যে প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, পরে সেই মানুষটাকেই বন্ধু হিসেবে দেখবো, আমি এতটা উদার নই। আমার এগুলো অযৌক্তিক মনে হয়।

Ranojoy Bishnu and Sohini Sarkar

আরও পড়ুনঃ ‘আরেকটা সুযোগ দেওয়া যায়না?’ কেঁদে ভাসিয়ে শিমুলকে অনুরোধ পরাগের, ‘কুমিরের কান্না’ বলছে দর্শকেরা

এখনকার সোশ্যাল মিডিয়ার এই যুগে যখন মোবাইল স্ক্রিনে যখন স্ক্রল করতে করতে প্রাক্তনের ছবি ভেসে ওঠে, তখন কী করেন রণজয়? উত্তরে পর্দার অনিকেত বলেন, ‘একদিনে যাকে ভালোবেসেছি, আজ সে না থাকায় তাঁর বিরুদ্ধে গিয়ে তো খুনোখুনি করতে পারব না’? অভিনেতা শুধু চান, যে যেখানেই থাকুক, যে ব্যক্তির সঙ্গেই থাকুক, ভালো থাকুক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥