• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় ছাড়াও রয়েছে আরও প্রতিভা, নতুন পেশায় পর্দার ‘কুশ’, সুখবর দিলেন গৌরব

Published on:

Ranga Bou fame Kush actor Gourab Roychowdhury debut as director

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন গৌরব রায়চৌধুরী (Gourab Roychowdhury)। বেশিরভাগ ধারাবাহিকেই প্রধান নায়কের ভূমিকা দেখা যায় তাঁকে। বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘রাঙা বউ’ (Ranga Bou) সিরিয়ালে নায়ক কুশ (Kush) চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগেও একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

ইতিপূর্বে ‘তোমায় আমায় মিলে’, ‘ত্রিনয়নী’,’ওগো নিরুপমা’, ‘পিলু’র  মতো ধারাবাহিক অভিনয় করতে দেখা গিয়েছে গৌরবকে। তবে এবার এই অভিনেতার মুকুটে জুড়লো এক নতুন পালক। আসলে বহুমুখী প্রতিভার অধিকারী গৌরব বাংলা সিরিয়ালে অভিনয়ের পাশাপাশিই যুক্তআরও একাধিক কাজের সাথে। ইতিপূর্বে কাজ করেছেন ওয়েব সিরিজ় এবং বড় পর্দাতেও।

Ranga Bou fame Kush actor Gourab Roychowdhury debut as director

তবে গৌরব নিজেকে শুধুই ছোটপর্দার গণ্ডিতেই সীমাবদ্ধ রাখতে নারাজ। তাই ক্যামেরার পিছনের কাজ বরাবরই  টানে অভিনেতাকে। সেই সূত্রেই বেশ কিছুদিন ধরেই নিজের মতো করেই করছেন টুকটাক সম্পাদনার কাজ। এবার অভিনেতার মুকুটে জুড়লো নতুন পালক। সদ্য পরিচালক হিসাবে হাতেখড়ি হয়েছে অভিনেতার। একা হাতে করে ফেললেন একটি বিজ্ঞাপন পরিচালনার কাজ।

আরও পড়ুনঃ ইশাকে বেহায়া বানাতেই গলে গেল বাবুউউ’র মা! ফাঁস পর্ণা-কৃষ্ণার মেলবন্ধনের ধামাকা পর্ব

জানা যাচ্ছে ‘ওয়াইজ় ডাক’ নামে একটি ছোট সংস্থা তৈরি করেছেন তিনি। প্রথমবার এতবড় একটা সুযোগপেয়ে দারুন উচ্ছাসিত গৌরব।এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে গৌরব বলেছেন, ‘যদিও অভিনয় ছাড়া বেশ কিছু অন্যান্য কাজ করে থাকি আমি। তবে প্রথম যখন এই সুযোগটা আসে তখন একটু ভয় করেছিল। তবে শুটিং করতে গিয়ে একটুও ভয় করেনি’।

আরও পড়ুনঃ মা কালীর চরিত্রে অসাধারণ অভিনয়, বারেবারে দর্শকদের মন জিতে নিয়েছেন এই ৪ অভিনেত্রী

সেইসাথে অভিনেতার সংযোজন ‘বিজ্ঞাপনের শুটিং করতে সময় লাগে। কিন্তু আমি এক দিনে করে ফেলেছি। আমাদের সংস্থা ‘ওয়াইজ় ডাক’-এর এই প্রথম কাজ। সুতরাং এমন সুযোগ পেয়ে সত্যিই ভাল লাগছে। এটা মনে হচ্ছে কোনও কিছু আশা না করে পরিশ্রম করলে এক দিন না এক দিন তার ফল ঠিক পাওয়া যায়।’ পরিচালক হিসাবে অভিনেতার এই নতুন সাফল্যে দারুন খুশি হয়েছেন তাঁর ভক্তরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥