গতবছরই মা হয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। রণবীর কাপুরকে (Ranbir Kapoor) বিয়ের পরে পরেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। ফুটফুটে পরীর মত মেয়ের জন্ম দিয়েছিলেন আলিয়া। কিন্তু রাহাকে (Raha) ক্যামেরার সামনে আনেননি। সোশ্যাল মিডিয়া হোক বা পাপ্পারাৎজি সকলের থেকেই আড়াল করে রেখেছিলেন সন্তানকে।
তবে এবার একবছরের অপেক্ষার শেষ। ২৫ শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে রাহাকে সবার সামনে আনলেন রণবীর-আলিয়া। আসলে প্রতিবছরেই কাপুর পরিবারে ক্রিসমাস গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়। এদিন বাবা মায়ের সাথে সেই পার্টিতে হাজির হয়েছিল রাহাও। আর সেখানেই পাপ্পারাৎজিদের ক্যামেরায় বন্দি হয় রাহা।
মাথার দুদিকে ঝুটি বাঁধা, পায়ে ভেলভেটের জুতো আর পরণে সাদা ও গোলাপি রঙের সুন্দর একটা ফ্রক। এভাবেই বাবা রণবীরের কোলে দেখা গেল আলিয়া কন্যাকে। এদিন রণবীরের পরণে ছিল ডেনিম জ্যাকেট ও জিন্স। অন্যদিকে মাম্মা আলিয়ার পরনে ছিল ওয়ানপিস গাউনের মত একটি ড্রেস।
আরও পড়ুনঃ প্রাক্তন মালাইকার থেকেও বেশি সুন্দরী, আরবাজ খানের নতুন বউকে চেনেন? রইল খান পরিবারের বিয়ের অ্যালবাম
আলিয়ার প্রেগনেন্সির খবর প্রকাশ্যে আসার পর থেকেই বেশ উত্তেজিত ছিল নেটিজেনরা। সকলেই অপেক্ষায় ছিল রাহাকে একবার দেখার জন্য। কিন্তু ছবি তোলার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন রণবীর-আলিয়া। তাই এতদিন চাইলেও দেখা যায়নি রাহাকে।
অবশেষে ক্রিসমাসের মত একটি শুভদিনে রাহাকে দেখতে পেয়ে দারুণ খুশি নেটপাড়া। কারোর মতে, ঠাকুরদার মুখ যেন বসানো, ঋষি স্যারের কথা খুব মনে পড়ে যাচ্ছে। তো কেউ আবার লিখেছেন, ঠিক যেন পুতুল পুতুল দেখতে! ছোট্ট আলিয়াকে খুবই মিষ্টি লাগছে।
View this post on Instagram
আরও পড়ুনঃ আলিয়া-দীপিকার দিন শেষ, ফুটন্ত যৌবনে বলিউডে কাঁপাতে তৈরী সালমানের ভাগ্নি! রইল হাতে গরম ছবি
প্রসঙ্গত, দীর্ঘ ৫ বছর ধরে প্রেম করার পর ২০২২ সালের এপ্রিলে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া। তবে বিয়ের মাত্র দেড় মাস পরেই বোমা ফাটান আলিয়া। ঘোষণা করেন নিজের প্রেগনেন্সি। খবর প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতেও।