• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রাক্তন মালাইকার থেকেও বেশি সুন্দরী, আরবাজ খানের নতুন বউকে চেনেন? রইল খান পরিবারের বিয়ের অ্যালবাম

Published on:

Arbaaz Khan Shurra Khan Marriage Album

Arbaaz Khan Sura Khan Wedding : প্রতিবছরের মত এবছরেও রেকর্ড পরিমাণ বিয়ে হয়েছে ডিসেম্বর মাসে। প্রথমবিয়ের বিচ্ছেদের পর ৫৬ বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন আরবাজ খান (Arbaaz Khan)। গতকাল অর্থাৎ ২৪ শে ডিসেম্বরই গাঁটছড়া বেঁধেছেন আরবাজ খান ও সুরা খান (Sura Khan)। ইতিমধ্যেই নিকাহ এর ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। যেখানে দেখা যাচ্ছে মালাইকাও উপস্থিত ছিলেন। সেই সাথে বেড়েছে সালমান খানের পরিবারের নতুন সদস্যকে জানার চাহিদাও।

প্রথমবার ১৯৯৮ সালে মালাইকাকে বিয়ে করেন আরবাজ।  কিন্তু দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যের পর সেই সম্পর্কে বিচ্ছেদ হয়। এরপর থেকেই আলাদা দুজন। আরবাজ খান ডেট করতে শুরু করেন জর্জিয়া আদ্রিয়ানিকে অন্যদিকে মালাইকা লিভ ইন শুরু করেন অর্জুন কাপুরের সাথে। মাইলাইকা-অর্জুনের সম্পর্ক টিকলেও আরবাজের সম্পর্ক টেকেনি। কিছুদিন জর্জিয়ার সাথে সম্পর্ক ভেঙে যায়। এরপর আরবাজের জীবনে আসেন সুরা।

Arbaaz Khan Shurra Khan Marriage Album

পেশাগতভাবে সুরা একজন মেকআপ আর্টিস্ট। রবীনা ট্যান্ডন থেকে রাশা থাদানির মেকআপ করান তিনি। তবে এবার থেকে আরবাজের স্ত্রী হিসেবেও পরিচিত হবেন তিনি। গতকাল অর্থাৎ রবিবার সালমান খানের বোন অর্পিতার বাড়িতেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিবারের লোক ও নিকট বন্ধুদের নিয়েই সম্পন্ন হয়েছে নিকাহ। এদিন প্যাস্টেল ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানি পরে দেখা গিয়েছে আরবাজ খানকে। অন্যদিকে নব বধূ সুরা খানের পরনে ছিল প্যাস্টেল রংয়ের লেহেঙ্গা।

আরও পড়ুনঃ বাবা হতে চাই না! দীপিকার সাথে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিস্ফোরক রণবীর সিং

বিয়েতে আরবাজের প্রথম স্ত্রী মালাইকা ও ছেলে আরহান খানও উপস্থিত ছিলেন। ব্ল্যাক জোধপুরী স্যুট পরে দেখা গিয়েছে তাকে। বাবা ও নতুন মায়ের সাথে হাসি মুখে ছবিও তুলেছেন আরহান। এছাড়াও আরবাজ খানের বাবা সেলিম খান, ভাই সোহেল খান, তার ছেলেরা ও পরিবারের বাকিরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে অতিথিদের মধ্যে রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, বাবা সিদ্দিকী, ফারহা খান, সাজিদ খান ও সালমানের প্রেমিকা দেউলিয়া ভান্তুরও এসেছিলেন বিয়েতে।

আরও পড়ুনঃ অমানবিক, জনি লিভারকে প্রস্রাব খাওয়াতে চেয়েছিলেন আমির! ২৩ বছর পর ফাঁস হল ‘কুকীর্তি’

সংবাদ মাধ্যমকে সাজিদ খানা জানান, ‘খান পরিবার নতুন সদস্যকে পেয়ে খুব খুশি। আমিও বন্ধু আরবাজের জন্য খুবই খুশি, তবে আরবাজ আরও বেশি খুশি। সুরা খুবই ভালো একজন মেয়ে, আরবাজকে আগামী দিনের জন্য শুভেচ্ছা’। এদিকে রবীনা ট্যান্ডন বিয়েবাড়ি থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে আরবাজ খানের সাথেই দেখা যাচ্ছে তাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥