• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তামিলের পর এবার বলিউড থেকে কপি? ‘আবার প্রলয়’র টিজার বেরোতেই রাজ চক্রবর্তীকে খোঁচা রাহুলের!

Rahul Arunodoy Banerjee on Abar Proloy Teaser: দীর্ঘ ১০ বছরের অপেক্ষা শেষে ‘আবার প্রলয়’ (Abar Proloy) নিয়ে আসছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এক দশক আগে বরুণ বিশ্বাসের হত্যার ঘটনা নিয়ে ‘প্রলয়’ তৈরি করেছিলেন পরিচালক। এবার সুন্দরবনের নারী পাচারের গল্প ফুটে উঠবে ‘আবার প্রলয়’এ। রাজ পরিচালিত প্রথম ওয়েব সিরিজ এটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে প্রথম টিজার (Abar Proloy Teaser)। আর তা দেখার পরেই পরিচালককে নিশানা করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)।

‘আবার প্রলয়’র টিজারে অনিমেশ দত্ত বেশে শাশ্বত চট্টোপাধ্যায়ের মারকাটারি অ্যাকশন নজর কেড়েছে দর্শকদের। সেই সঙ্গেই একেবারে অচেনা অবতারে দেখা যায় ঋত্বিক চক্রবর্তীকে। টিজার দেখেই স্পষ্ট, রাজের প্রথম সিরিজে খলনায়কের চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। তবে সিরিজ রিলিজের আগেই ঋত্বিকের লুক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দর্শকদের একাংশের মতে, বলিউড থেকে ‘টোকা’ হয়েছে অভিনেতার লুক।

   

Ritwick Chakraborty and Pankaj Tripathi, Abar Proloy, Ritwik Chakraborty in Abar Proloy

দর্শকদের একাংশ, ঋত্বিকের সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর ‘সেক্রেড গেমস’র লুকের মিল পেয়েছেন। কেউ কেউ আবার ‘ওহ মাই গড’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর লুকের সঙ্গেও সাদৃশ্য পেয়েছেন। আর তা নিয়েই রাজকে নিশানা করেছেন তাঁর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির নায়ক রাহুল।

ফেসবুকে রাজের নাম না নিয়েই রাহুল লেখেন, ‘যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে ‘স্যাক্রেড গেমস’এর পঙ্কজ ত্রিপাঠির লুক কপি করে, এটাই যা…’। লেখার শেষে, ট্রোলিংকেও স্বাগত জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ কে বলল সবাই জি হুজুরি করেন? মুকুট বিতর্কে যুধাজিৎকে একহাত নিলেন শ্রাবণী-ত্বরিতা

Rahul Arunoday Banerjee on Abar Proloy

আরও পড়ুনঃ শ্রেয়া ঘোষাল কিংবা অরিজিৎ নন, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক কে জানেন?

গত কয়েক বছরে নিজের কাজের ধরণে বেশ অনেকটা বদল এনেছেন রাজ। পুরোদস্তুর বাণিজ্যিক ছবি শুধু নয়, এখন ভিন্ন ধারার সিনেমাতেও মনোনিবেশ করেছেন তিনি। একসময় সাউথ সিনেমার রিমেক বানানো নিয়ে প্রচুর কটাক্ষ শুনতে হয়েছে পরিচালককে। তবে এখন গল্পের ওপর তিনি জোর দিয়েছেন। কিন্তু এত কিছুর পরেও রাজের নামের পাশ থেকে ‘কপি ক্যাট’ তকমাটা ঘুচতেই চাইছে না।

রাজ পরিচালিত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’এ নায়ক হিসেবে দেখা গিয়েছিল রাহুলকে। বক্স অফিসে দারুণ হিট হয়েছিল সেই সিনেমা। কিন্তু এই ছবির পর থেকেই অভিনেতার সঙ্গেই পরিচালকের একটা বিরোধ হয়। সেই প্রসঙ্গে রাহুল বহুবার কথা বললেও, রাজ মুখে কুলুপ এঁটেই রেখেছেন। ‘আবার প্রলয়’র সময়েও এর অন্যথা হয়নি।