• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উদয়পুরে এক হল রাঘব-পরিণীতি, মালা বদল থেকে সাতপাক ঘোরা, রইল সম্পূর্ণ বিয়ের অ্যালবাম

Published on:

Parineeti Chopra and Raghav Chadha Wedding Album from Udaypur

অবশেষে সুসম্পন্ন হল বলিউড (Bollywood) অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং নেতা রাঘব চাড্ডার (Raghav Chadda) স্বপ্নের বিয়ে (Marriage)। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে রবিবার গোধূলি লগ্নেই চার হাত এক হয়েছে তাঁদের। রাঘব-পরিনীতির রাজকীয় এই বিয়েতে বসেছিল চাঁদের হাট, তাই মিলেমিশেএকাকার হয়ে গিয়েছে বিনোদন জগত এবং রাজনীতি।

এদিন উদয়পুরের তাজ লীলা প্যালেসে আয়োজন হয়েছিল রাঘব ও পরিণীতির বিয়ের। লেক প্যালেস থেকে নৌকোয় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। তাঁর পরনে ছিল পবন সচদেবার ডিজাইন করা আইভরি রঙের শেরওয়ানি আর মাথায় অফ হোয়াইট পাগড়ি। গলায় ছিল মুক্তোর মালা। আর পরিণীতি পরেছিলেন বলিউডের সেলিব্রেটি ডিজাইনার  মণীশ মলহোত্রার ডিজাইন করা বেইজ রঙের লেহেঙ্গা। মাথায় ছিল লম্বা ওড়না বা ভেইল।

বলিউড,Bollywood,পরিণীতি চোপড়া,Parineeti Chopra,রাঘব চাড্ডা,Raghav Chadda,বিয়ে,Marriage,ছবি,Photo

সেই ওড়নার মূল আকর্ষণ ছিল পিছনের দিকে সোনালী অক্ষরের লেখা বরের নাম ‘রাঘব’। এদিন  বিয়ের সাজে বলিউড অভিনেত্রীকে পরীর মতোই সুন্দর লাগছিল।  রবিবার গোধূলি লগ্নে বিয়ে শেষ হলেও রাঘব পরিণীতির বিয়ের ছবি আসতে একটু দেরিই হয়ে গেল। তবে কথায় আছে সবুরে মোয়া ফলে। তাই অনুরাগীদের একটু অপেক্ষা করিয়েই  বিয়ের পরের দিন সকালে অর্থাৎ সোমবার সকালেই বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন পরিণীতি।

আরও পড়ুনঃ ভালোবাসার কাছে তুচ্ছ হাজারো কটাক্ষ! অবশেষে পরিচালকের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন সাই পল্লবী

সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী  লিখেছেন ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথা থেকেই মন জানত। এই দিনটার জন্য কতদিন দিন ধরে অপেক্ষা করেছি। মিস্টার ও মিসেস হতে পেরে ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের একসাথে পথ চলার সফর শুরু হল’। প্রসঙ্গত রবিবার মধ্যরাতেই যদিও প্রকাশ্যে এসেছিল একমাথা সিঁদুর আর গোলাপি রঙের শাড়ি পরে থাকা নববধূ পরিনীতির প্রথম ছবি।

আরও পড়ুনঃ সারাদিনে কি কি খান মুকেশ আম্বানি? দেশের বিখ্যাত ধনকুবেরের ডায়েট চার্ট দেখলে চমকে যাবেন

বলিউড,Bollywood,পরিণীতি চোপড়া,Parineeti Chopra,রাঘব চাড্ডা,Raghav Chadda,বিয়ে,Marriage,ছবি,Photo

প্রসঙ্গত কাজ পড়ে যাওয়ায় বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি দিদি কথা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার পোস্টে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন তাঁর  আশীর্বাদ সবসময় বোনের সাথেই রয়েছে। পরিণীতির শেয়ার করা ছবিতে অনুরাগীদের পাশাপাশি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য বলিউড সেলিব্রেটিরাও।

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

পুরোনো বন্ধু রাঘব পরিণীতি দুজনেই পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। তবে তাঁদের তাদের প্রেমের সূত্রপাত হয় গত বছর ‘চামকিলা’র সেটে। সেসময় পাঞ্জাবে শুটিং করছিলেন পরিণীতি। খবর পেয়ে সেখানে বন্ধুর সাথে দেখা করতে চলে গিয়েছিলেন রাঘব। তারপরেই নাকি তাঁদের মধ্যে সূত্রপাত ঘটে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥