• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লুকিয়ে বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ জুটি! ফাঁস হতেই ভাইরাল প্রভাস-অনুষ্কার বিয়ের অ্যালবাম

Published on:

Prabhas and Anushka Shetty marriage album goes viral on social media

প্রভাস (Prabhas) অনুষ্কাকে (Anushka Shetty) যদি সাউথের শাহরুখ-কাজল বলা হয় তাহলে খুব একটা ভুল হয় না। ‘বাহুবলী’ জুটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। এস এস রাজামৌলীর ছবিতে অভিনয় করার পর তো শোনা গিয়েছিল, এই দুই দক্ষিণী তারকা বাস্তবেও প্রেম করছেন। এবার আচমকাই নেটপাড়ায় ভাইরাল হল তাঁদের বিয়ের অ্যালবাম (Marriage Album)!

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলরদের মধ্যে একজন হলেন প্রভাস। গত কয়েক বছরে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তাঁদের মধ্যে অন্যতম হলেন ‘বাহুবলী’র দেবসেনা তথা অভিনেত্রী অনুষ্কা শেট্টি। দর্শকরাও এই জুটি ভীষণ পছন্দ করেন। এবার তাঁদেরই বিয়ের ছবি শোরগোল ফেলে দিল নেটপাড়ায় (Social Media)

Prabhas and Anushka Shetty, Prabhas and Anushka Shetty AI wedding photo

দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় প্রভাস-অনুষ্কার বেশ কয়েকটি ছবি ভাইরাল (Viral) হয়। প্রত্যেকটি ছবিতেই দু’জনকে বর-কনের বেশে দেখা গিয়েছে। এরপর থেকেই তাঁদের বিয়ের খবরে ছয়লাপ হয়ে যায় সোশ্যাল মিডিয়া। আজকের প্রতিবেদনে এই ভাইরাল ছবিগুলির সত্যতাই তুলে ধরা হল।

আরও পড়ুনঃ ‘গদর ২’র পর আবারও কাঁপবে বক্সঅফিস! রণবীরের ‘রামায়ণে’ এই চরিত্রে আসছেন সানি দেওল

সমাজমাধ্যমে প্রভাস-অনুষ্কার বিয়ের ছবি ভাইরাল হয়েছে একথা ঠিক। তবে তাঁরা মোটেই বাস্তবে গাঁটছড়া বাঁধেননি। বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) তথা এআইয়ের (AI) মাধ্যমে এই ছবিগুলি তৈরি করা হয়েছে। প্রভাস-অনুষ্কা বিয়ে করলে তাঁদের কেমন দেখাবে সেটাই এঁকে দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

আরও পড়ুনঃ ৯ বছর পর ফিরছে ইশা-আদি জুটির লাভস্টোরি! বাংলা মিডিয়ামে এন্ট্রি নিল বিক্রমের প্রথম প্রেমিকা

Prabhas and Anushka Shetty, Prabhas and Anushka Shetty AI wedding photo

ভাইরাল সেই ছবিগুলির কোনোটিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে আছেন প্রভাস-অনুষ্কা। কোনোটিতে আবার দেখা যাচ্ছে, তারকাজুটির কোলে রয়েছে একটি কন্যাসন্তান। প্রভাস-অনুষ্কার বৈবাহিক জীবন কেমন হতে পারে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিগুলির মাধ্যমে। ভাইরাল এই পোস্ট দেখে ‘প্রনুষ্কা’ অনুরাগীদের মন যে ভরে গিয়েছে তা সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যাচ্ছে।

প্রভাস-অনুষ্কার কাজের দিক থেকে বলা হলে, দু’জনেই এখন নিজের নিজের সিনেমা নিয়ে ব্যস্ত। ‘বাহুবলী’ অভিনেত্রী সম্প্রতি ‘মিস শেট্টি অ্যান্ড মিস্টার পলিশেট্টি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। অপরদিকে প্রভাস এখন ‘প্রোজেক্ট কে’র কাজ নিয়ে ব্যস্ত। এই সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥