• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পিলু’ শেষ হওয়ার পর আবার একসাথে মেঘা-ইধিকা! বহুদিন পর আবার একসাথে পর্দার দুই বোন

Published on:

Pilu fame Idhika Megha again in a new project

টেলিভিশনের পর এখন প্রায় প্রতিমাসেই নিত্য নতুন সিরিয়ালের মেলা। কিন্তু দিনের শেষে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রেই  এখন শেষ কথা বলে টিআরপি। তাই টিআরপি তালিকায়  আলিকার পিছিয়ে পড়তে অল্প কয়েকদিনের শেষ হয়ে যাচ্ছে যে কোনো সিরিয়াল। এটাই এখনকার বাংলা সিরিয়ালের (Bengali Serial) নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়েই একের পর এক পুরনো সিরিয়ালের সম্প্রচার শেষ হতেই তার জায়গা নিচ্ছে নতুন সিরিয়াল।

বছর খানেক আগে এমনটাই হয়েছিল জি বাংলার (Zee Bangla) ‘পিলু’ (Pilu) সিরিয়ালের ক্ষেত্রেও। গানের চর্চা নিয়ে সিরিয়াল শুরু হলেও একসময় এই ধারাবাহিকেও ঢুকে পড়েছিল সাংসারিক কূটকচালীর মতো বিষয়বস্তু। ধারাবাহিকের প্রধান নায়িকা পিলুর নামেই নামকরণ করা হয়েছিল এই সিরিয়ালের। কিন্তু সিরিয়ালের গল্প এগোনোর সাথে সাথে দেখা যায়  অভিনয়ের দিক দিয়ে প্রধান নায়িকাকেও ছাপিয়ে যাচ্ছে খলনায়িকা রঞ্জা (Ranjha) অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,পিলু,Pilu,মেঘা দাঁ,Megha Daw,রঞ্জা,Ranja,ইধিকা পাল,Idhika Paul,নতুন প্রজেক্ট,New Project

তাই রাতারাতি দ্বিতীয় প্রধান নায়িকার থেকে তিনিই হয়ে ওঠেন এই সিরিয়ালের প্রধান নায়িকা। ধারাবাহিকে পিলুর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মেঘা দাঁ (Megha Daw)। জি বাংলার নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকেই এই সিরিয়ালে সুযোগ পেয়েছিলেন মেঘা। অন্যদিকে ইধিকা বরাবরই একজন পাকা অভিনেত্রী। পিলুর আগেও কয়েকটি সিরিয়ালে অভিনয় করার অভিজ্ঞতা ছিল তাঁর।

আরও পড়ুন: সিরিয়ালে সেরা শ্বাশুড়ি-বৌমা জুটি! বাস্তবে সম্পর্ক কেমন? মুখ খুললেন পর্দার বিজয়া মাঠান

পিলু শেষ হওয়ার পর ইধিকা ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে ‘প্রিয়তমা’ সিনেমায়। অন্যদিকে পিলু অভিনেত্রী মেঘাকে এখনও পর্যন্ত নতুন কোন প্রজেক্টে দেখা যায়নি। তবে এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তবে পিলু একা নন তাঁর সাথেই এই একই প্রজেক্টে কাজ করতে চলেছেন রঞ্জা অভিনেত্রী ইধিকা।

আরও পড়ুন: ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি!’, বিয়ে না করার আক্ষেপ সাবিত্রী চট্টোপাধ্যায়ের গলায়

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,পিলু,Pilu,মেঘা দাঁ,Megha Daw,রঞ্জা,Ranja,ইধিকা পাল,Idhika Paul,নতুন প্রজেক্ট,New Project

বহুদিন পর ইধিকার সাথে কাজ করার কথা জানতে পেরে পিলু অভিনেত্রী মেঘা সম্প্রতি বলেছেন ‘বহুদিন পর আবার আমি ইধিকার সাথে কাজ করব। দারুণ লাগছে। পিলু টিমটা খুব মিস করি’। তবে কোনো সিরিয়াল নয় তাঁরা দুজনেই কাজ করবেন কলকাতার একটি বড় ইভেন্ট শোতে। সেই নাচের প্রোগ্রামের নাম উর্যা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥