• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষ অভিনেত্রী হয়েও জুটছে পার্শ্ব চরিত্র! সাইডরোলে ‘পিলু’কে দেখে ক্ষোভ প্রকাশ দর্শকদের

Published on:

Pilu actress Megha Daw makes a comeback with Star Jalsha Bengali serial Katha

রিয়্যালিটি শোয়ের হাত ধরে ছোটপর্দায় প্রথম আত্মপ্রকাশ করেছিলেন মেঘা দাঁ (Megha Daw)। এরপর ‘পিলু’ ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু হয় তাঁর। জি বাংলার এই সিরিয়ালের হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন মেঘা। নাচের পাশাপাশি তাঁর অভিনয়টাও যে দারুণ তা প্রমাণ করে দিয়েছিলেন অভিনেত্রী।

‘পিলু’ (Pilu) শেষ হয়েছে প্রায় এক বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনও বহু দর্শকের কাছে মেঘা ‘পিলু’ নামেই পরিচিত। অভিনেত্রী কবে ছোটপর্দায় কামব্যাক করবেন তা দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার (Star Jalsha) হাত ধরে টেলি দুনিয়ায় কামব্যাক করলেন মেঘা।

Megha Daw, Megha Daw new look

অতীতে বহুবার ‘পিলু’ নায়িকার সিরিয়াল (Bengali Serial) আসার খবর শোনা গিয়েছে। তবে কিছুসময় পরেই সেই গুঞ্জন ভুয়ো প্রমাণিত হয়েছে। তবে এবার স্টার জলসার ‘কথা’র (Katha) হাত ধরে সত্যি সত্যি দর্শকদের সামনে হাজির হলেন মেঘা।

আরও পড়ুনঃ চরিত্রহীন অপমান সহ্য না করতে পেরে আত্মঘাতী মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র চোখে জল আনা পর্ব

প্রথম সিরিয়ালে পুরুলিয়ার একটি গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মেঘা। দ্বিতীয় সিরিয়ালে শহরের মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। শাড়ি ছেড়ে লাল ব্লেজার এবং স্কার্টে দেখা গেল দর্শকদের প্রিয় পিলুকে। ‘কথা’ ধারাবাহিকে মাণ্ডবী চরিত্রে অভিনয় করছেন মেঘা। সম্ভবত নেতিবাচক রোলে দেখা যাবে তাঁকে।

Megha Daw in Star Jalsha Bengali serial Katha

মেঘার কামব্যাক দেখে অনেকে যেমন ভীষণ খুশি হয়েছেন, তেমনই অনেকে ক্ষোভও উগড়ে দিয়েছেন। নায়িকা থেকে সোজা সাইড রোলে মেঘা! এটা মেনে নিতে পারছেন না অনেকেই। অভিনেত্রীর কামব্যাকের খবর দেখামাত্রই তাই কমেন্ট করতে শুরু করে দেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ পর্দার সম্পর্ক গড়িয়েছে বাস্তবেও, প্রেম করছেন ‘তোমাদের রাণী’র অভিকা-অর্কপ্রভ! জোর জল্পনা নেটপাড়ায়


কেউ লিখেছেন, ‘আপনি প্রধান চরিত্রে অভিনয় করার যোগ্য’। দ্বিতীয়জনের আবার প্রশ্ন, ‘পার্শ্বচরিত্রে কেন অভিনয় করছেন আপনি’। তৃতীয়জন আবার লিখেছেন, সুস্মিতা নয়, ‘কথা’র নায়িকা হওয়া উচিত ছিল মেঘার। তিনি কমেন্ট করেছেন, ‘সুস্মিতা নন, কথার চরিত্রে আপনার অভিনয় করা উচিত ছিল। তবে মেঘার কামব্যাক নিয়ে এত চর্চা হলেও অভিনেত্রী এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥