• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার জ্বলবে ভালোবাসার ফুলকি! শুরুতেই নায়ক-নায়িকার বিয়ে দেখে বলছে নেটপাড়া

Updated on:

Phulki Rohit marriage new promo on air

Phulki Serial Wedding Episode: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ব্র্যান্ড নিউ একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ফুলকি’ (Phulki)। টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালটির বয়স বেশিদিন না হলেও এই অল্পদিনেই শিরোনামে উঠে এসেছে এই সিরিয়ালটি। শুরুতেই টিআরপি তালিকায় ছক্কা হাকিয়ে একেবারে দ্বিতীয় স্থানে দখল করে নিয়েছে ফুলকি। সেই সাথে জোর টক্কর দিচ্ছেন প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার বেঙ্গল টপার  সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’কেও।

সেইসাথে তালিকায় রয়েছে একই চ্যানেলের নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’। শুরুতেই ফুলকির এমন সাফল্যে দারুন উচ্ছ্বসিত এই সিরিয়ালের দর্শকরা। তাই দর্শকদের ধরে রাখতে প্রতি সপ্তাহেই এই ধারাবাহিকে থাকছে নতুন চমক। ইতিমধ্যেই দর্শক দেখেছেন মেয়ে পাচারকারীদের হাত থেকে অনেক কষ্টে বেঁচে ফিরেছিল ফুলকি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এসে গেছে সিরিয়ালের নায়ক-নায়িকা রোহিত-ফুলকির (Rohit- Phulki) বিয়ের এক নতুন প্রোমো

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,রোহিত,Rohit,নতুন,New Promo,নাটকীয় বিয়ে,Dramatic Marriage

মঙ্গলবারেই সিরিয়ালটিতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিত আর ফুলকির ছবি ঘিরে উত্তাল জনতা বিক্ষোভ শুরু করেছিলেন। তাই পরিস্থিতি সামাল দিয়ে রোহিত-ফুলকিকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে জনসমক্ষে রোহিতের জেঠু জানিয়ে দিয়েছেন রোহিতের সাথে ফুলকির আগে থেকেই বিয়ে ঠিক হয়েছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,রোহিত,Rohit,নতুন,New Promo,নাটকীয় বিয়ে,Dramatic Marriage

আরও পড়ুনঃ বড়পর্দা-ছোটপর্দা কাঁপিয়ে রাজনীতির দুনিয়ায়! পলিটিক্সে যোগ নিয়ে মুখ খুললেন রচনা

ওরা নাকি একে অপরকে ভালবাসে। তাই জনগণের দাবি আর জেঠুর সম্মান বাঁচাতে সেখানেই দাঁড়িয়েই ফুলকির সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করে নেয় রোহিত। আর প্রকাশে আসা নতুন প্রোমোতে পরিস্থিতির চাপে পড়ে হলেও রোহিত-ফুলকির সুস্থ-স্বাভাবিক বিয়েই দেখানো হচ্ছে।

আরও পড়ুনঃ টলিপাড়ায় সুখবর, বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! নিজেই শুভদিনের কথা জানালেন অভিনেত্রী

কিন্তু সমস্ত চক্রান্ত ভেস্তে যাওয়ায় রোহিতের দাদা রুদ্ররূপ নতুন ফন্দি আঁটে। আর রাতের বেলায় রোহিতের ঘরে গিয়ে সেই ভাইরাল ছবি দেখিয়ে রুদ্ররূপ দাবি করে ওই ছবি তা নাকি ফুলকির ফোন থেকেই ভাইরাল হয়েছিল। যা শুনে রোহিত ফুলকিকে প্রশ্ন করে ‘তুমি আমায় ঠকালে?’

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,রোহিত,Rohit,নতুন,New Promo,নাটকীয় বিয়ে,Dramatic Marriage

রোহিত স্যারের মুখে এমন কথা শুনে ফুলকিও ঠাকুরের দিব্যি দিয়ে জানায় সে কাওকে কোনোদিন ঠকায়নি। তবে রোহিত ফুলকির বিয়ের এই প্রোমো দেখে একদিকে দর্শক বলছেন ‘এতো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল?’ তো কেউ আবার বলছেন ‘জ্বলে উঠুক ভালোবাসার ফুলকি!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥