• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি-বোন দুজনেই কাঁপাচ্ছেন ছোটপর্দা! ‘ফুলকি’ দিব্যানির দিদিকে চেনেন? রইল ছবি সহ আসল পরিচয়

Published on:

Phulki actress Divyani Mondal and Stree actress Neha Amandeep look like sisters claims netizens

Phulki Actress Divyani Mondal looks like this famous Television Actress: জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে অভিনয় করে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন নবাগতা নায়িকা দিব্যানি মণ্ডল (Divyani Mondal)। ধারাবাহিকটি (Bengali Serial) শুরু হয়েছে এখনও এক মাস হয়নি, কিন্তু এর মধ্যেই টিআরপি তালিকায় (TRP List) কামাল দেখাতে শুরু করে দিয়েছে ‘ফুলকি’। পাশাপাশি নবাগতা অভিনেত্রী দিব্যানির অভিনয়ের তারিফও করছেন দর্শকরা।

জি বাংলার এই নতুন সিরিয়ালে বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করছেন। অভিষেক বসু থেকে শুরু করে কৌশাম্বী চক্রবর্তী- একাধিক জনপ্রিয় টেলি তারকাকে দেখা যাচ্ছে ‘ফুলকি’তে। একদিকে রাগী, গুরুগম্ভীর নায়ক, অপরদিকে চঞ্চল, খোশমেজাজি নায়িকার গল্প দেখতে বেশ ভালোলাগছে দর্শকদের। তবে সম্প্রতি ‘ফুলকি’ নায়িকা দিব্যানিকে নিয়ে এক গোপন কথাই ফাঁস হল নেটপাড়ায়।

Divyani Mondal Phulki, Divyani Mondal sister

দিব্যানি নাকি জনপ্রিয় এক টেলি অভিনেত্রীর বোন (Sister)। সম্প্রতি নেটপাড়ায় দুজনের ছবি পাশাপাশি রেখে শেয়ার করেন একজন নেটাগরিক। আর তারপর থেকেই কমেন্টের বন্যা বইতে শুরু করে দিয়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন, পর্দার ‘ফুলকি’র দিদি কে?

শুনলে অবাক হবেন, দিব্যানির মতো তাঁর দিদিও জি বাংলার সিরিয়ালে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন। ‘স্ত্রী’ (Stree) সিরিয়ালের হাত ধরে ছোটপর্দার ডেবিউ করেছিলেন অভিনেত্রী নেহা আমনদীপ (Neha Amandeep)। বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা তিনি। এই নেহারই বোন নাকি দিব্যানি!

আরও পড়ুনঃ গৌরির ক্ষতির চেষ্টা! দাদুকে উচিত শিক্ষা দিল ছোট্ট ‘তারা’, ফাঁস ‘গৌরী এলো’ আগাম পর্ব

Divyani Mondal and Neha Amandeep, Divyani Mondal sister

আরও পড়ুনঃ সুবর্ণলতা-মিঠাই থেকে জগদ্ধাত্রী! নায়িকাদের নাম দিয়েই সুপারহিট এই ১০ বাংলা সিরিয়াল

আসলে এই দুই টেলি অভিনেত্রীর মুখশ্রীতে অসম্ভব মিল রয়েছে। আর সেই মিল দেখেই একজন নেটিজেন বলেন, দুজনকে পাশাপাশি দাঁড় করালে একেবারে দুই বোন মনে হয়। তবে তাঁদের মধ্যে কিন্তু কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই। দুই অভিনেত্রীর মধ্যে কোনও রক্তের সম্পর্কও নেই।

শুধুমাত্র দিব্যানি এবং নেহার মুখশ্রীর মিল দেখেই একজন নেটিজেন দুজনকে ‘বোন’ বলেছেন। তাঁর সঙ্গে সহমতও পোষণ করেছেন অনেকে। ‘ফুলকি’ এবং ‘স্ত্রী’ নায়িকাকে কখনও যদি বোনের চরিত্রে দেখা যায় তাহলে দারুণ মানাবে বলে মত প্রকাশ করেছেন অনেক নেটিজেনই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥