• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার বুদ্ধিতে দীপার সর্বনাশ করবে সূর্য, হাতেনাতে ধরল অর্জুন! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya tries to ruin Deepa’s dance performance

নায়ক থেকে ধীরে ধীরে যেন খলনায়কে পরিণত হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্য। মিশকার ছেলেকে সেনগুপ্ত বাড়িতে রাখার জন্য ইতিমধ্যেই দীপাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সে। কিন্তু তাতেও শান্তি নেই তার। এখন সোনা-রূপাকেও নিজের কাছে চাই সূর্যর। সেই জন্য মিশকার বুদ্ধিতে আদালতে কাস্টডির লড়াই শুরু করেছে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সূর্যকে ভুলে দুই মেয়েকে নিয়ে নতুনভাবে জীবন শুরুর অঙ্গীকার নিয়েছে দীপা। তবে সূর্য এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। মামলাটা আদালতে ওঠার আগেই সে মিটমাট করে নেওয়ার জন্য দীপাকে (Deepa) ডেকে পাঠায়। শুধু তাই নয়, তাকে টাকার খোঁটা অবধি দেয়।

Anurager Chhowa Surjya Deepa Joy Probir and Sona

স্বামীর এহেন আচরণ দেখে দীপা জানিয়ে দেয়, সে এক সপ্তাহের মধ্যে সূর্যর (Surjya) যাবতীয় টাকা ফেরত দিয়ে দেবে। আর যদি এমনটা না করতে পারে তাহলে নিজে গিয়ে সোনা-রূপাকে (Sona Rupa) সেনগুপ্ত বাড়ি দিয়ে আসবে। এরপর থেকে টাকা জোগাড় করতে মরিয়া হয়ে ওঠে দীপা। সেই লক্ষ্য পূরণ করতে ইতিমধ্যেই একটি নাচের প্রতিযোগিতায় নামও লিখিয়েছে সে।

আরও পড়ুনঃ পুরোনোরা ধুয়ে সাফ! জ্যাস-দীপাকে একহাত নিল ফুলকি, ঝটপট দেখুন তোলপাড় করা TRP তালিকা

কিন্তু কোনোভাবে এই খবরটা পেয়ে যায় মিশকা। সে জেনে যায়, দীপা এই প্রতিযোগিতা জিতে গেলে তিন লাখ টাকা পাবে। তাহলে খুব সহজেই সূর্যর সব টাকা শোধ করে দিতে পারবে সে। তাই ইচ্ছা করে এই খবরটা সূর্যর কানে তুলে দেয় মিশকা।

Anurager Chhowa Surjya Arjun and Joy

একথা শোনা মাত্রই মাথায় বাজ পড়ে সূর্যর। সে বুঝে যায়, এমনটা হলে সে আর সোনা-রূপাকে নিজের কাছে রাখতে পারবে না। সেই জন্য ইচ্ছা করে প্রতিযোগিতায় গিয়ে দীপাকে অপদস্থ করার চেষ্টা করে সে। কিন্তু তার সেই প্ল্যান ভেস্তে দেয় অর্জুন আর জয়।

আরও পড়ুনঃ হু হু করে বাড়বে TRP! অপরাধীকে ধরতে নতুন রূপে জগদ্ধাত্রী, টিভির আগেই ফাঁস চরম উত্তেজনার পর্ব

সূর্য মঞ্চে উঠতে যাবে ঠিক সেই সময় তাকে দেখে ফেলে অর্জুন আর জয়। সঙ্গে সঙ্গে তারা সূর্যর হাত ধরে সেখান থেকে নামিয়ে দেয়। এরপর তাকে বেশ কিছু কথা শোনায় অর্জুন। শেষপর্যন্ত জিতে যায় দীপা। দর্শকদের অনুমান, এমনই কিছু দেখানো হবে ‘অনুরাগের ছোঁয়া’র আগামী পর্বগুলিতে। সত্যি সত্যি এমন হলে কেমন লাগবে দর্শকদের?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥