• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চিড়িয়াখানায় লুকিয়ে রয়েছে বদমাশ হনুমান! ৯ সেকেন্ডের মধ্যে খুঁজতে পারলে আপনি জিনিয়াস

Updated on:

Optical illusion can you spot the Monkey hidden inside the zoo within 9 seconds

অপটিক্যাল ইলিউশনকে (Optical Illusion) যদি ‘চোখের প্রতারণা’ বলা হয় তাহলে হয়তো খুব একটা ভুল হবে না। কারণ এই চোখের ধাঁধাগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে সামনে থাকা জিনিসও চট করে চোখে পড়ে না। আর পাঁচটি সাধারণ ছবির মতো দেখতে হলেও, এর মধ্যে লুকিয়ে থাকে নানান চ্যালেঞ্জ। আর সেটিই এগুলিকে বিশেষ করে তোলে। আজকের প্রতিবেদনে এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা।

সোশ্যাল মিডিয়া (Social Media) খুললে রোজই নানান রকমের অপটিক্যাল ইলিউশন ভাইরাল (Viral) হতে দেখা যায়। এর মধ্যে কোনও ধাঁধায় কিছু খুঁজতে হয়, কোনও ধাঁধায় আবার পার্থক্য নিরূপণ করতে হয়। তবে চ্যালেঞ্জ যাই হোক না কেন, মানুষের একঘেয়েমি দূর করায় এগুলির জুড়ি মেলা ভার। সেই জন্য ধীরে ধীরে ১৩ থেকে ৮৩, সকলের পছন্দের জিনিস হয়ে উঠছে এই অপটিক্যাল ইলিউশনগুলি।

Optical illusion, Optical illusion Monkey, Optical illusion Monkey inside the zoo

আজ আমরা যে চোখের ধাঁধাটি নিয়ে এসেছি সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল সেই ধাঁধায় একটি চিড়িয়াখানার (Zoo) দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি জিরাফ দাঁড়িয়ে রয়েছে। আর তাদের দেখছে একটি শিশু, একজন পুরুষ এবং একজন মহিলা।

আরও পড়ুনঃ এক মনে হলেও দুই ছবির মধ্যে আছে ১০টা পার্থক্য! ১৯ সেকেন্ডে খুঁজতে পারলে আপনি জিনিয়াস

তবে টুইস্ট রয়েছে অন্য জায়গায়। কারণ এই চিড়িয়াখানার মধ্যেই লুকিয়ে রয়েছে একটি হনুমান (Monkey)। আর সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। ভাইরাল এই ধাঁধা সমাধান করার জন্য ঘড়ি ধরে ৯ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। আপনি একবার চেষ্টা করে দেখুন তো সেই হনুমানটিকে খুঁজে পান কিনা। আপনার সময় শুরু হল এখন।

আরও পড়ুনঃ পাশাপাশি দু’টি ঘোড়ার মধ্যেই রয়েছে ৩টি পার্থক্য! দম থাকলে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে দেখান তো

Optical illusion, Optical illusion Monkey, Optical illusion Monkey inside the zoo

প্রথমে ঠাণ্ডা মাথায় ছবিটির দিকে একবার চোখ বুলিয়ে নিন। উপর থেকে নীচ, ডানদিক থেকে বামদিক- সবটা ভালো করে দেখুন। তাড়াহুড়ো করবেন না, তাহলে চোখের সামনে থাকা জিনিসও মিস হয়ে যেতে পারে। সময় শেষ! আপনি কি লুকিয়ে থাকা হনুমানটি খুঁজে পেলেন?

Optical illusion, Optical illusion Monkey, Optical illusion Monkey inside the zoo

আপনার উত্তর যদি ‘হ্যাঁ’ হয় তাহলে মানতেই হবে আপনি একজন জিনিয়াস। কিন্তু উত্তর ‘না’ হলেও নিরাশ হবেন না। কারণ আমরা বলে দিচ্ছি হনুমানটি কোথায় লুকিয়ে আছে। জিরাফগুলির দু’পাশে দেখুন দু’টি কলার ঝুড়ি রাখা আছে। এর মধ্যে বামদিকের ঝুড়িটির মধ্যেই লুকিয়ে আছে হনুমানটি। তার মাথাটা দেখা যাচ্ছে। একটু খুটিয়ে দেখলেই সেটিকে দেখতে পেয়ে যাবেন আপনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥