• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯৯% লোক ব্যর্থ হয়! বরফ ঘেরা জঙ্গলের ছবিতে লুকিয়ে শিয়াল ও ঘোড়া, দেখুন তো খুঁজে পান কি না?

Optical Illusion find the Fox and Horse hidden in picture: সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রায়ই কোনও না কোনও অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল (Viral) হতে দেখা যায়। এগুলি একপ্রকার দৃষ্টিবিভ্রম তৈরি করে। আর এই জিনিসটাই পছন্দ বহু মানুষের। এমন অনেকে রয়েছে যারা এই চোখের ধাঁধা নিয়মিত সমাধান করতে খুব ভালোবাসেন। আসলে তাঁরা বিষয়টিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন।

নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধান করলে একজন মানুষের বুদ্ধির তীক্ষ্ণতা যাচাই করে নেওয়া যায়। সেই সঙ্গেই মানুষের চারিত্রিক দোষ-গুণও অনুধাবন করা যায়। বিশেষজ্ঞরা বলেন, রেগুলার চোখের ধাঁধা সমাধান করার বহু গুণাগুণ রয়েছে। বুদ্ধির তীক্ষ্ণতা যাচাই করা ছাড়াও, এর মাধ্যমে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতাও বৃদ্ধি পায়।

   

Optical illusion, Optical illusion fox and horse in the snow

সম্প্রতি এমনই একটি চোখের ধাঁধা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেই ছবি দেখে নেটিজেনরা নানান রকম মতামত প্রকাশ করছেন। এই চোখের ধাঁধা সমাধান করতে গিয়ে অনেকেরই কালঘাম ছুটে গিয়েছে। হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া এই ধাঁধা সমাধান করতে ব্যর্থ হয়েছেন প্রত্যেকে।

ভাইরাল হওয়া সেই চোখের ধাঁধায়, বরফে (Snow) ঢাকা একটি জঙ্গলের (Jungle) ছবি দেখা যাচ্ছে। গাছ থেকে শুরু করে ঝোপ- সব কিছু ঢেকে গিয়েছে বরফে। আর সেই বরফে ঢাকা জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি শিয়াল (Fox)।

আরও পড়ুনঃ ৯৯% মানুষ ব্যর্থ! ছবিতে রাস্তায় লুকিয়ে থাকা বিড়াল খুঁজতে পারলে আপনার নজর বাজ পাখির মত

Optical illusion, Optical illusion fox and horse in the snow

তবে শুধু শিয়াল নয়, ছবির ডান দিকে গাছের আড়ালে সাদা-বাদামি রঙের একটি ঘোড়াও (Horse) দেখতে পাওয়া যাচ্ছে। তবে মজার ব্যাপার হল, ছবিতে এই একটি নয়, বরং আরও একটি ঘোড়া লুকিয়ে রয়েছে। সেই দ্বিতীয় ঘোড়াটি খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। সময় বেঁধে দেওয়া হয়েছে ৬ মিনিট। দেখুন তো আপনি খুঁজে পান কিনা।

আরও পড়ুনঃ চোখের পরীক্ষা! দেখুন তো ১০ সেকেন্ডে আলমারিতে লুকিয়ে থাকা বেড়াল খুঁজে পান কি না?

Optical illusion, Optical illusion fox and horse in the snow

আপনি যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনার বুদ্ধি এবং দৃষ্টিশক্তির তারিফ করতেই হয়। কিন্তু না খুঁজে পেলেও মন খারাপ করবেন না। কারণ আমরা ঘোড়াটিকে হাইলাইট করে দিচ্ছি। প্রথমে ছবিটির মাঝবরাবর তাকান যেখানে শিয়ালটি দাঁড়িয়ে রয়েছে। এরপর তার ঠিক বাঁ দিকের গাছের দিকে তাকান, তাহলেই দেখতে পাবেন দ্বিতীয় ঘোড়াটিকে দেখা যাচ্ছে। কী এবার দেখতে পেলেন তো?

site