• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখের পরীক্ষা! দেখুন তো ১০ সেকেন্ডে আলমারিতে লুকিয়ে থাকা বেড়াল খুঁজে পান কি না?

Updated on:

Optical illusion can you find a cat inside the wardrobe

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা সমাধান করতে ভালোবাসে প্রচুর মানুষ। অনেকেই রয়েছেন যারা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। নিয়মিত চোখের ধাঁধা সমাধান করা তাঁদের কাছে একটি নেশার মতো। তবে সবাই কিন্তু অপটিক্যাল ইলিউশনের রহস্যভেদ করতে সক্ষম হন না। ১০০ শতাংশের মধ্যে মাত্র ২-৩ শতাংশ মানুষই শেষ পর্যন্ত ধাঁধা সমাধান করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, মনোবিশ্লেষণ ক্ষেত্রের একটি অংশ হল অপটিক্যাল ইলিউশন। এর মাধ্যমে একদিনে যেমন নিজের বুদ্ধি শানিয়ে নেওয়া যায়, আইকিউ লেভেল টেস্ট করা যায়, তেমনই যে কোনও মানুষের ব্যক্তিত্বের সম্বন্ধেও কিন্তু আঁচ করা যায়। একজন মানুষের মস্তিষ্ক যে কোনও ছবি অথবা বস্তুকে ভিন্ন ভিন্ন কোণ থেকে ভিন্ন ভিন্ন ভাবে দেখতে পারে। আর তখনই দৃষ্টি বিভ্রমও তৈরি হতে পারে।

Optical illusion, Cat in wardrobe Optical illusion

সম্প্রতি নেটপাড়ায় এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে একটি গোছানো আলমারির (Wardrobe) ছবি দেখা যাচ্ছে। জামা-কাপড় (Clothes), জুতো, ব্যাগ, গলার হার, টুপি সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। তবে সেই আলমারির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি বিড়াল (Cat)। বাঘের মাসিকে খুঁজে বের করাই এই চোখের ধাঁধার চ্যালেঞ্জ।

ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে সকলে বিড়াল খুঁজতে শুরু করে দিয়েছেন। তবে ব্যাপারটা তো আর অত সহজ নয়। কারণ এত জামা-কাপড়ের মধ্যে থেকে বিড়ালটিকে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জে দাবি করা হয়েছে, ১০০ শতাংশের মধ্যে মাত্র ২ শতাংস মানুষ এই চ্যালেঞ্জ পূরণ করতে সক্ষম হয়েছেন। দেখুন তো আপনি খুঁজে পান কিনা।

আরও পড়ুনঃ ৯৯% লোকেই ব্যর্থ হয়! হাঁসেদের ভিড়ে ঘাপটি মেরে লুকিয়ে বাঘ, দেখুন তো খুঁজে পান কি না?

Optical illusion, Cat in wardrobe Optical illusion

আপনি যদি বিড়ালটি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে আপনার বুদ্ধির ধার যে প্রবল তা স্বীকার করতেই হবে। কিন্তু যদি না পেয়ে গিয়ে থাকেন তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ ঠাণ্ডা মাথায় ছবিটি কিছুক্ষণ দেখলেই সেই বিড়ালটিকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা খুঁজে দেখিয়ে দিচ্ছি সেই বিড়ালটিকে

আরও পড়ুনঃ চাকা স্থির নাকি ঘুরছে? এক নিমেষে আপনার মানসিক অবস্থা জানিয়ে দেবে এই ছবি

Optical illusion, Cat in wardrobe Optical illusion

ছবিটি প্রথম ঠাণ্ডা মাথায় ভালো করে দেখুন। এরপর আলমারির সবচেয়ে নীচের তাকের দিকে তাকান। সেখানে দেখুন, এক জোড়া হলুদ জুতো রাখা রয়েছে। আর সেখান থেকে উঁকি দিচ্ছে কালো রঙের চারপেয়েটি। এবার দেখতে পেলেন তো?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥