Optical Illusion find hidden animal in photo: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা আমার অনেকসময় ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় আমরা অনেকেই ধাঁধা সমাধান করতে ভীষণ ভালোবাসতাম। নির্ধারিত সময়ের মধ্যে ধাঁধা সমাধান করে ফেললে যে আনন্দ পাওয়া যেত তা ভাষায় বর্ণনা করা বেশ কঠিন। অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারলেও অনেকটা একই রকমের আনন্দ অনুভব হয়।
সোশ্যাল মিডিয়ার (Social Media) এই যুগে প্রায়ই কোনও না কোনও চোখের ধাঁধা ভাইরাল (Viral) হতে দেখা যায়। এমন অনেক মানুষ আছেন যারা এগুলিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। নিয়মিত চোখের ধাঁধা সমাধান করা তাঁদের কাছে একটি নেশার মতো। আজকের প্রতিবেদনেও আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা।
আজ যে অপটিক্যাল ইলিউশন নিয়ে আসা হয়েছে সেটি শুধুমাত্র আপনার দৃষ্টিশক্তি এবং বুদ্ধি কতখানি প্রখর তার প্রমাণ দেবে না, সেই সঙ্গেই আপনি কতখানি মনোযোগী সেটাও প্রকাশ পাবে। আর পাঁচটি অপটিক্যাল ইলিউশনের থেকে আজকের অপটিক্যাল ইলিউশনটি বেশ খানিকটা ভিন্ন।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছবির সামনে দৃশ্যমান কোনও জিনিস খুঁজে বের করতে হয়। তবে আজকের চোখের ধাঁধায় এমন একটি জিনিস খুঁজতে হবে যা ছবিতে থেকেও নেই! যা সহজে চোখে পড়বে না। সঠিক কৌশল ব্যবহার না করলে এই চোখের ধাঁধা সমাধান করা অসম্ভব।
আরও পড়ুনঃ তীক্ষ নজর থাকলে তবেই পাবেন খুঁজে, দেখুন তো ১০ সেকেন্ডে ছবিতে দুটো জিরাফ দেখতে পান কি না?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাদা-কালো একটি নকশার (Pattern) ছবি ভাইরাল হয়েছে। তবে সেই নকশার মধ্যেই লুকিয়ে রয়েছে একটি প্রাণী। আর ১০ সেকেন্ডের মধ্যে সেই প্রাণীটিকে (Animal) খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। দাবি করা হয়েছে, ৯৯% মানুষ এই চোখের ধাঁধা সমাধান করতে ব্যর্থ হয়েছেন। দেখুন তো আপনি পারেন কিনা?
আপনি যদি এই চোখের ধাঁধা সমাধান করতে পারেন তাহলে মানতেই হবে আপনি বেশ মনোযোগী। তবে যদি না পেরেও থাকেন তাহলেও মন খারাপ করবেন না। কারণ আমরা আপনাকে এই অপটিক্যাল ইলিউশন সমাধান করার কৌশল বলে দেব। ভাইরাল এই চোখের ধাঁধা সমাধান করতে হলে আপনাকে একটু দূর থেকে দেখতে হবে। তাহলেই দেখতে পাবেন সাদা-কালো নকশার মধ্যে লুকিয়ে রয়েছে একটি পান্ডা। এবার দেখতে পেলেন?